BDKing Wap - Get Free Apps, Games, Audios, Videos, Codes, Themes, Wallpapers, And More. google-site-verification=ggpcL3CKimtXVdlcc5m-_oZG5WFdk-mBSmcvl_kCRcA
Home
Login
Signup
Forum
Users
Rk Rocky Forum
post by Tyyuuuuu
Home Syllabus Text Video CQ MCQ More এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) একাদশ অধ্যায়: জীবের প্রজনন (ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন : ১। কোন ফুলে দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকে? (ক) জবা (খ) মটর (গ) শিমুল (ঘ) সূর্যমুখী সঠিক উত্তর: (খ) মটর ২। নিচের কোনটিতে পর-পরাগায়ন ঘটে? [ঢা. বো. ২০১৬] (ক) সরিষা (খ) কুমড়া (গ) শিমুল (ঘ) ধুতুরা সঠিক উত্তর: (গ) শিমুল ৩। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোনটির প্রজনন সবচেয়ে ধীর গতিতে হয়? [রা. বো. ২০১৬] (ক) বাঘ (খ) হাতি (গ) ঘোড়া (ঘ) গরু সঠিক উত্তর: (খ) হাতি ৪। শিশু জšে§র কত দিন পর মায়েদের রক্তস্রাব শুরু হয়? [রা. বো. ২০১৬] (ক) ২৫ (খ) ৩০ (গ) ৩৫ (ঘ) ৪৫ সঠিক উত্তর: (ঘ) ৪৫ ৫। গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? [কু. বো. ২০১৬] (ক) ২ (খ) ৩ (গ) ৬ (ঘ) ৮ সঠিক উত্তর: (খ) ৩ ৬। স্ত্রী গ্যামেটোফাইটে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়? [চ. বো. ২০১৬] (ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪ সঠিক উত্তর: (ঘ) ৪ ৭। কোন প্রাণীটিতে অন্তঃনিষেক ঘটে? [য. বো. ২০১৬] (ক) রুই (খ) হাঙর (গ) মৃগেল (ঘ) তেলাপিয়া সঠিক উত্তর: (খ) হাঙর ৮। শস্যকোষ কেন্দ্রিকায় কত সংখ্যক ক্রোমোজোম থাকে? [য. বো. ২০১৬] (ক) n (খ) ২n (গ) ৩n (ঘ) ৪n সঠিক উত্তর: (গ) ৩n ৯। কত সপ্তাহের পর ভ্রূণকে ফিটাস বলে? [ঢা. বো.২০১৫] (ক) ৬ (খ) ৭ (গ) ৮ (ঘ) ৯ সঠিক উত্তর: (গ) ৮ ১০। অমরার কাজ দেহের কোন অঙ্গটির কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? [রা.বো.২০১৫] (ক) যকৃত (খ) ইউরেটার (গ) অগ্ন্যাশয় (ঘ) বৃক্ক সঠিক উত্তর: (ঘ) বৃক্ক ১১। নিচের কোনটি স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি করে? [দি.বো.২০১৫] (ক) ডায়াটম (খ) ঈস্ট (গ) নষ্টক (ঘ) ব্যাকটেরিয়া সঠিক উত্তর: (খ) ঈস্ট ১২। কোনটি স্বপরাগায়নের বৈশিষ্ট্য? [চ.বো.২০১৫] (ক) নতুন প্রজšে§র উদ্ভিদের নতুনগুণের আর্বিভাব ঘটে (খ) জীবনীশক্তি সম্পন্ন বীজের সৃষ্টি হয় (গ) পরাগরেণুর অপচয় হয় (ঘ) নতুন গাছের অভিযোজন ক্ষমতা লোপ পায় সঠিক উত্তর: (ঘ) নতুন গাছের অভিযোজন ক্ষমতা লোপ পায় ১৩। নিচের কোনটিতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি ঘটে? [সি.বো.২০১৫] (ক) অ্যামিবা (খ) প্যারামেসিয়াম (গ) ডায়াটম (ঘ) পেনিসিলিয়াম সঠিক উত্তর: (ঘ) পেনিসিলিয়াম ১৪। ‘পতঙ্গ পরাগী ফুল’ নিচের কোনটি? [ঢা. বো.২০১৫] (ক) জবা (খ) শিমুল (গ) কদম (ঘ) কচু সঠিক উত্তর: (ক) জবা ১৫। ফুলের কোন অংশ বীজ উৎপাদনকারী? [দি.বো.২০১৫] (ক) গর্ভমুণ্ড (খ) পরাগধানী (গ) গর্ভাশয় (ঘ) বৃন্ত সঠিক উত্তর: (গ) গর্ভাশয় ১৬। কোন ফুলে বহুগুচ্ছ পরাগ দণ্ড থাকে? [কু.বো.২০১৫] (ক) শিমুল (খ) জবা (গ) সরিষা (ঘ) ধুতুরা সঠিক উত্তর: (ক) শিমুল ১৭। এইডস রোগের লক্ষণ প্রকাশ পায় কত মাসে? [চ.বো.২০১৫] (ক) ছয় (খ) সাত (গ) আট (ঘ) নয় সঠিক উত্তর: (ক) ছয় ১৮। একটি আদর্শ ফুলের কয়টি অংশ? [সি.বো.২০১৫] (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ সঠিক উত্তর: (ঘ) ৫ ১৯। ফুলের গর্ভপত্রের অংশ নয় কোনটি? [য.বো.২০১৫] (ক) পরাগধানী (খ) গর্ভমুণ্ড (গ) গর্ভদণ্ড (ঘ) গর্ভাশয় সঠিক উত্তর: (ক) পরাগধানী ২০। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বিশ্বের কতটি দেশে অওউঝ রোগের বিস্তার ঘটেছে? [য.বো.২০১৫] (ক) ১৬৪ (খ) ১৪৬ (গ) ২৬৪ (ঘ) ২৪৬ সঠিক উত্তর: (ক) ১৬৪ ২১। ফুলের বৃন্তশীর্ষে অবস্থানকারী গোলাকার অঙ্গটির নাম কী? (ক) পুষ্পাক্ষ (খ) গর্ভাশয় (গ) বৃতি (ঘ) দল সঠিক উত্তর: (ক) পুষ্পাক্ষ ২২। কোন রাজ্যের জীবদের অ্যানাইসোগ্যামাস ধরনের যৌন জনন দেখা যায়? (ক) মনেরা (খ) প্লানটি (গ) প্রোটিস্টা (ঘ) ফানজাই সঠিক উত্তর: (খ) প্লানটি (খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন ১। বায়ুপরাগী ফুল- i. আকারে বড় হয় ii. গর্ভমুণ্ড শাখাযুক্ত iii. মধুগ্রন্থি অনুপস্থিত থাকে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (খ) iii (গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন : উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও ঃ ১। উদ্দীপকের কোনটি পরিবর্তিত হয়ে বীজ হয়? (ক) N (খ) O (গ) P (ঘ) Q সঠিক উত্তর: (ঘ) Q ২। সস্যকলা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি? (ক) M ও Q (খ) M ও P (গ) M ও N (ঘ) N ও P সঠিক উত্তর: (খ) M ও P Our Educational Websites: Alor Pathshala.com EducatorBD.com Biology-World.com Biology Lovers.com Biology Learners.com Gazi Salahuddin.com
4 month ago Topic Created By: 0 comment of topic post by Tyyuuuuu
50 Views
Report
 Topic Tags
post by Tyyuuuuu, Ch, , Rk Rocky Forum, Best Tips & Trick.
 Related Topics
» 4444
 Comments
 No Comment
Login or signup to comment this topic.
online: 0 | Hits: 7653x