Home
Syllabus
Text
Video
CQ
MCQ
More
এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)
ত্রয়োদশ অধ্যায় : জীবের পরিবেশ
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :
১। মৃত্যুর পর উদ্ভিদ ও প্রাণীর দেহের পঁচন ঘটায় কোনটি?
(ক) ব্যাকটেরিয়া (খ) শৈবাল (গ) ফার্ন (ঘ) মস
সঠিক উত্তর: (ক)
২। নাইট্রোজেনসমৃদ্ধ সার ব্যবহার দরকার নেই নিচের কোনটির?
(ক) ধানগাছে (খ) শিমগাছে (গ) আমগাছে (ঘ) তুলসী গাছে
সঠিক উত্তর: (খ)
৩। উদ্ভিদের জন্য বেশি পুষ্টিকর কোনটি?
(ক) অজৈব বস্তু (খ) জড় বস্তু (গ) জৈব বস্তু (ঘ) তাপমাত্রা
সঠিক উত্তর: (গ)
৪। বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন?
(ক) 4.G. Tansely (খ) Collin Walker (গ) Tolstory (ঘ) Odum
সঠিক উত্তর: (ক)
৫। খাদ্য শিকল কত প্রকার?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
৬। প্রাণিদেরকে কী বলা যায়?
(ক) স্বভোজী (খ) পরভোজী (গ) মৃতভোজী (ঘ) পরজীবী
সঠিক উত্তর: (খ)
৭। মশা কোন ধরনের খাদ্য শিকলের অন্তর্ভুক্ত?
(ক) পরজীবী শিকল (খ) মৃতজীবী শিকল (গ) শিকারজীবী শিকল (ঘ) তৃণভোজী শিকল
সঠিক উত্তর: (ক)
৮। নিচের কোনটি তৃতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি?
(ক) উৎপাদক (খ) তৃণভোজী (গ) নিম্নস্তরের মাংসাশী (ঘ) উচ্চস্তরের মাংসাশী
সঠিক উত্তর: (গ)
৯। উদ্ভিদ কোন ধরনের বস্তু গ্রহণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
(ক) জৈব (খ) অজৈব (গ) ভৌত (ঘ) রাসায়নিক
সঠিক উত্তর: (খ)
১০। এখন পর্যন্ত প্রায় কী পরিমাণ প্রজাতির বর্ণনা ও নামকরণ পাওয়া গেছে?
(ক) ১০ লক্ষ (খ) ১২ লক্ষ (গ) ১৮ লক্ষ (ঘ) ১৫ লক্ষ
সঠিক উত্তর: (ঘ)
১১। নিচের কোনটি বিয়োজক বা পরিবর্তক?
(ক) ব্যাকটেরিয়া (খ) শৈবাল (গ) প্রাণী প্লাংকটন (ঘ) ঘাসফড়িং
সঠিক উত্তর: (ক)
১২। খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছককে কী বলে?
(ক) শক্তি প্রবাহ (খ) শক্তি পিরামিড (গ) ট্রফিক লেভেল (ঘ) পুষ্টি প্রবাহ
সঠিক উত্তর: (খ)
১৩। একটি শৈবাল ও একটি ছত্রাক সহাবস্তান করে কী গঠন করে?
(ক) কোরাল (খ) লাইকেন (গ) এন্ডোস্পোর (ঘ) মস
সঠিক উত্তর: (খ)
১৪। সামুদ্রিক উপকূলের পানি পরিশুদ্ধ করতে পারে কে?
(ক) শামুক (খ) ঝিনুক (গ) প্রবাল (ঘ) কাঁকড়া
সঠিক উত্তর: (খ)
১৫। নিচের কোনটি আবর্জনাভূক প্রাণী?
(ক) হায়েনা (খ) মুরগী (গ) বাঘ (ঘ) হরিণ
সঠিক উত্তর: (ক)
১৬। একটি হস্টোরিয়া নামক চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে তার খাদ্য গ্রহণ করে?
(ক) স্বর্ণলতা (খ) ছত্রাক (গ) ব্যাকটেরিয়া (ঘ) ভাইরাস
সঠিক উত্তর: (ক)
১৭। ধাঙর বলা হয় কোনটিকে?
(ক) গরু (খ) ছাগল (গ) খরগোশ (ঘ) শিয়াল
সঠিক উত্তর: (ঘ)
১৮। মৃতজীবী ও পরজীবী খাদ্য শিকলে কোনটি অনুপস্থিত?
(ক) উৎপাদক (খ) ২য় স্তরের খাদক (গ) সর্বোচ্চ খাদক (ঘ) বিয়োজক
সঠিক উত্তর: (ক)
১৯। পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কী বলে?
(ক) উদ্ভিদ প্লাংকটন (খ) জুপ্লাংকটন (গ) ডিকম্পোসার (ঘ) ট্রান্সফরমার
সঠিক উত্তর: (খ)
২০। সব ধরনের খাদ্য শিকলেই প্রতিটি স্তরে শক্তি কী হয়?
(ক) অপচয় (খ) বিনাশ (গ) সঞ্চয় (ঘ) রূপান্তর
সঠিক উত্তর: (ক)
২১। চেকপিক উপকূলের বিলুপ্ত ঝিনুক প্রজাতি শতকরা কত ভাগ?
(ক) ৯৮ ভাগ (খ) ৯৯ ভাগ (গ) ৯৫ ভাগ (ঘ) ৯৮ ভাগ
সঠিক উত্তর: (খ)
২২। কোনটি প্রথম স্তরের খাদক?
(ক) মশার শূককীট (খ) ব্যাঙ (গ) ছোট মাছ (ঘ) জলজ শৈবাল
সঠিক উত্তর: (ক)
২৩। বিভিন্ন খাদ্যস্তরে পৌঁছানো শক্তি কোনটির দ্বারা পরিবেশে ফিরে যায়?
(ক) উৎপাদক (খ) তৃণভোজী (গ) মাংসাশী (ঘ) বিয়োজক
সঠিক উত্তর: (ঘ)
২৪। বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কত ধরনের?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
২৫। পুরো প্রাণিজগত শর্করা জাতী খাদ্যের জন্য কোন প্রক্রিয়ার উপর নির্ভরশীল?
(ক) শ্বসন (খ) প্রস্বেদন (গ) ফটোফসফোরাইলেশন (ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (ঘ)
২৬। জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণীদের মধ্যে জৈবিক সম্পর্কে যুক্ত থাকা জীবকে কী বলে?
(ক) Symbiosis (খ) Symbionts (গ) Booding (ঘ) Co-relation
সঠিক উত্তর: (খ)
২৭। সবুজ উদ্ভিদগুলোকে কী বলা যায়?
(ক) মৃতভোজী (খ) পরভোজী (গ) মিথোজীবী (ঘ) স্বভোজী
সঠিক উত্তর: (ঘ)
২৮। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণে উপজাত হিসেবে কোনটি তৈরি করে?
(ক) কার্বন ডাই-অক্সাইড (খ) অক্সিজেন (গ) নাইট্রোজেন (ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ)
২৯। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন ধরনের খাদ্য তৈরি করে?
(ক) স্টার্চ (খ) কার্বোহাইড্রেট (গ) সেলুলোজ (ঘ) প্রোটিন
সঠিক উত্তর: (খ)
৩০। একটি পেঁচা দিনে কমপক্ষে কতটি ইঁদুর হজম করতে পারে?
(ক) ১ (খ) ৩ (গ) ৫ (ঘ) ৭
সঠিক উত্তর: (খ)
৩১। যেসব প্রাণী তৃণভোজীদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা কোন স্তরের খাদক?
(ক) ১ম (খ) ২য় (গ) ৩য় (ঘ) সর্বোচ্চ
সঠিক উত্তর: (খ)
৩২। ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। জীবের উদ্ভবের আগে পরিবেশে বাস্তুতন্ত্রের যে উপাদানটি ছিল তা হলো –
i. অজৈব বস্তু ii. জৈব বস্তু iii. ভৌত উপাদান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২। শিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল হওয়ার ঘটনা –
i. কমেনসেলিজম ii. অ্যান্টিবায়োসিস iii. মিউচুয়ালিজম
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩। রোহিনী উদ্ভিদ ও অন্য একটি বড় উদ্ভিদে –
i. বড় উদ্ভিদটি উপকৃত হয় ii. রোহিনী উদ্ভিদটি উপকৃত হয় iii. বড় উদ্ভিদটি ক্ষতিগ্রস্ত হয় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪। পুকুরের বাস্তুসংস্থানে সর্বোচ্চ স্তরের খাদক –
i. ভেটকি মাছ ii. বক iii. মলা মাছ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫। শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে –
i. ছত্রাক উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে ii. শৈবাল উভয়ের জন্য শর্করা তৈরি করে iii. শুধু ছত্রাক উপকৃত হয় ও শৈবাল ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬। কমেনসেলিজম এর ক্ষেত্রে –
i. দুই বা ততোধিক সহযোগী উপকৃত হয় ii. সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয় iii. সহযোগীদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭। অনেকগুলো খাদ্য শিকল একত্র হয়ে জালের মত গঠন তৈরি করে –
i. স্থলজ বাস্তুসংস্থানে ii. জলজ বাস্তুসংস্থানে iii. মরুজ বাস্তুসংস্থানে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮। জীব সমূহের মধ্যে প্রতিযোগিতা হয় –
i. খাদ্যের জন্য ii. আলোর জন্য iii. পানির জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯। অজৈব বস্তু –
i. পানি, বায়ু এবং মাটিতে অবস্থিত খনিজ পদার্থ ii. ক্যালসিয়াম, পটাসিয়াম, লৌহ ও নাইট্রোজেন প্রভৃতি iii. মৃতদেহ, উদ্ভিদের ভাঙা অংশ প্রভৃতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০। পরিবেশের প্রাণহীন জড় উপাদানগুলো –
i. অক্সিজেন যোগায় ii. তাপমাত্রাকে প্রভাবিত করে iii. পুষ্টি উপাদান সরবরাহ করে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১। মৃতজীবী খাদ্যশৃঙ্খল –
i. শুরু হয় ক্ষুদ্রতর পরজীবী থেকে ii. শুরু হয় মৃতদেহে iii. অসম্পূর্ণ থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২। পুকুরে খাদ্য উৎপাদন করে –
i. সবুজ জলজ শৈবাল ii. ছত্রাক iii. জলজ উদ্ভিদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩। জীবদের মধ্যে স্বকীয় বৈশিষ্ট্যের বৈচিত্র্য হয় –
i. প্রজাতিগত ii. বংশগতীয় iii. বাসস্থানগত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪। শিকারি প্রজাতি হলো –
i. পেঁচা, ঈগল ii. চিল, বাজপাখি iii. দোয়েল, ময়না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান হলো –
i. হিউমাস ii. সূর্যালোক iii. বায়ুর চাপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬। কমেনসেলিজম এর মাধ্যমে প্রাণীর –
i. সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয় ii. সহযোগী সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না iii. সহযোগীদের উভয়ই উপকৃত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭। খাদ্য শিকলে শক্তির প্রবাহ –
i. সবসময় একমুখী ii. কখনও কখনও বিপরীতমুখী হয় iii. এক পর্যায়ে শূন্য হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮। ভৌত উপাদান গঠিত হয় –
i. পরিবেশের সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা ও বায়ুতে জলীয়বাষ্প, বায়ুর তাপ ও বায়ু প্রবাহের সাহায্যে ii. একটি অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর সাহায্যে iii. কোন স্থানের পাহাড়, পবর্ত ও সমুদ্র দ্বারা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
মিতু একদিন তার বাগানে হাঁটতে গিয়ে লক্ষ করলো সেখানে ফুলের উপর মৌমাছি, প্রজাপতি, পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল।
১। উদ্দীপকে প্রাণীগুলোর সাথে গাছের সম্পর্কটি কী ধরনের?
(ক) মিউচুয়ালিজম
(খ) কমেনসেলিজম
(গ) কম্পিটিশন
(ঘ) এন্টিবায়োসিস
সঠিক উত্তর: (ক)
২। প্রাণিগুলোর সাথে গাছের উক্ত সম্পর্কে –
i. প্রাণিগুলো খাবার পেয়ে উপকৃত হয়
ii. প্রাণিগুলো পরাগায়ন ঘটিয়ে উদ্ভিদের উপকার করে
iii. উদ্ভিদ ও প্রাণী উভয়েই ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
Our Educational Websites:
Alor Pathshala.com
EducatorBD.com
Biology-World.com
Biology Lovers.com
Biology Learners.com
Gazi Salahuddin.com
1 month ago Topic Created By: BDKing Wap 0 comment of topic DdddffDdddff, Ch, Fff, Rk Rocky Forum, Best Tips & Trick.
Login or signup to comment this topic.