BDKing Wap - Get Free Apps, Games, Audios, Videos, Codes, Themes, Wallpapers, And More. google-site-verification=ggpcL3CKimtXVdlcc5m-_oZG5WFdk-mBSmcvl_kCRcA
Home
Login
Signup
Forum
Users
Rk Rocky Forum
Ooooo
Skip to content Lessonery Menu SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ : জীবনীশক্তি SSC জীববিজ্ঞান ১৪ অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ১২ অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ১১ অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ১০ম অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ৯ম অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ১ম অধ্যায় MCQ SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ : জীবন পাঠ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একদম নিচের দিকে সকল অধ্যায়গুলো সুন্দরভাবে উল্লেখিত করে রেখেছি। এছাড়াও জীববিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলো নিচের দিকে উল্লেখ করা হলো। আগের অধ্যায়গুলো পড়ুন এখানে ১ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবন পাঠ ২য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবকোষ ও টিস্যু ৩য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : কোষবিভাজন জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ১. ATP এর পূর্ণরূপ কোনটি? ক. অ্যাডিনোসিন মনোফসফেট খ. অ্যাডিনোসিন ডাইফসফেট গ. অ্যাডিনোসিন পেন্টাফসফোঁ ● অ্যাডিনোসিন ট্রাইফসফেট ২. ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে বলা হয়- ক. অক্সিডেটিভ ফসফোরাইলেশন খ. ফার্মেন্টেশন ● ফটোফসফোরাইলেশন ঘ. ফটোলাইসিস ৩. কোনটিকে জৈবমুদ্রা বলা হয়? ক. NAD খ. ADP ● AMP ঘ. ATP ৪. প্রতিমোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলোক্যালরি শি জমা থাকতে পারে? ● 7.3 kCal খ. 7.6kCal গ. 7.9 kCal ঘ. 7.1 kCal ৫. ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে কোনটিতে? ক. রাইবোজোম খ. নিউক্লিয়াস ● মাইটোকন্ড্রিয়া ঘ. লাইসোজোম ৬. দূর্বা ঘাসের শর্করা তৈরির প্রধান স্থান কোনটি? ● মেসোফিল টিস্যু খ. ফুল গ. মূল ঘ. জাইলেম টিস্যু ৭. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি? ● জলজ খ. মরুজ গ. স্থলজ ঘ. মেরুজ ৮. পানিতে CO2 এর পরিমাণ কত? ক. ০.৪% ● ০.৩% গ. ০.০৪% ঘ. ০.০৩% ৯. ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন? ক. ১৯১৫ খ. ১৯২৫ ● ১৯০৫ ঘ. ১৯২০ ১০. ADP এর সাথে Pi যুক্ত হওয়াকে বলে- ● ফটোফসফোরাইলেশন খ. ফটোলাইসিস গ. ফারমেন্টেশন ঘ. গাঁজন SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ১১. কোনটি অ্যাডিনোসিন ডাই-ফসফেট? ক. AMD ● ADP গ. AD2P ঘ. ADP2 ১২. ফটোলাইসিস প্রক্রিয়ায় কোনটি বিয়োজিত হয়? ক. অক্সিজেন ● পানি গ. সূর্যের আলো ঘ. কার্বোহাইড্রেট ১৩. সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে কোনটি উৎপন্ন হয়? ● এটিপি খ. কার্বন ডাইঅক্সাইড গ. অক্সিজেন ঘ. কার্বোহাইড্রেট ১৪. আলোক নিরপেক্ষ পর্যায়ে নিচের কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়? ক. NADPH ● CO₂ গ. H₂O ঘ. O2 Subscribe to Lessonery! Get updates on the latest posts and more from Lessonery straight to your inbox. Website Your Email... Subscribe We use your personal data for interest-based advertising, as outlined in our Privacy Notice. ১৫. ATP তৈরিতে ADP কোনটি হতে শক্তি সঞ্চয় করে? ক. ক্লোরোফিল ● ফোটন গ. ইলেকট্রন ঘ. প্রোটন ১৬. কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ ৪-কার্বনবিশিষ্ট অক্সালো এসিটিক এসিড? ● আখ খ. জাম গ. আম ঘ. কাঠাঁল ১৭. নিচের কোনটিতে সালোকসংশ্লেষণের হার বেশি? ক. মুথা ঘাস খ. দুর্বাঘাস গ. অ্যামারাস্থাস ● কচুরিপানা ১৮. নিচের কোনটি C4 উদ্ভিদ? ক. বট ● আখ গ. জবা ঘ. আম ১৯. C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি? ক. ল্যাকটিক এসিড ● ফসফোগ্লিসারিক এসিড গ. পাইরুভিক এসিড ঘ. অক্সালো এসিটিক এসিড ২০. কোনটি C3 উদ্ভিদ? ● পাঠ খ. আখ গ. মুথাঘাস ঘ. ভূট্টা SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ২১. কোনটি C3 উদ্ভিদ? ক. ভূট্টা ● ধান গ. মুথা ঘাস ঘ. আখ ২২. হ্যাচ ও স্ন্যাক কত সালে CO2 বিজারণের গতিপথ আবিষ্কার করেন? ক. ১৯৫৫ ● ১৯৬৬ গ. ১৯৫০ ঘ. ১৯৬০ ২৩. C4 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো— ক. কিটো এসিড ● অক্সালো এসিটিক এসিড গ. রাইবুলোজ-১, ৫- ডাইফসফেট ঘ. ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফোট ২৪. কোন উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক এসিড? ক. মুথা ঘাস খ. আখ ● কাঁঠাল ঘ. ভুট্টা ২৫. নিচের কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়? ক. 360 nm খ. 1560 nm ● 420 nm ঘ. 860 nm ২৬. পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে? ● CO2 এর মাত্রা খুব বেশি বেড়ে গেলে খ. O2 এর বেশি মাত্রা খুব কমে গেলে গ. খুব বেশি ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে ঘ. এনজাইমের বেশি ঘাটতি থাকলে ২৭. আলোক বর্ণালির কোন অংশে সালোকসংশ্লেষণ ব্যাহত হয়? ক. নীল খ. কমলা গ. লাল ● সবুজ ২৮. পাতার বয়স বাড়ার সাথে ক্লোরোপ্লাস্টের সম্পর্ক কী? ● সংখ্যায় বেশি হবে খ. কম সংখ্যক হবে গ. অপরিবর্তিত থাকবে ঘ. কার্যকারিতা কমে যাবে ২৯. সালোকসংশ্লেষণ স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত? ক. 32°-45°C খ. 37° 50°C ● 22-35°C ঘ. 27° – 40°C ৩০. কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক? ক. শর্করা খ. এনজাইম ● অক্সিজেন ঘ. পটাশিয়াম SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ৩১. সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে মোট কত শক্তি উৎপন্ন হয়? ক. 668 k Cal খ. 678 k Cal ● 686 k Cal ঘ. 866 k Cal ৩২. কাঁঠাল গাছের নতুন পাতার ক্ষেত্রে কোনটি সঠিক? ● শ্বসনের হার বেশি খ. জলীয় অংশের পরিমাণ কম গ. প্লাস্টিডের পরিমাণ বেশি ঘ. সালোকসংশ্লেষণের হার বেশি ৩৩. অবাত শ্বসন ঘটে কোন উদ্ভিদে? ক. ভুট্টা খ. ফার্ন ● ঈস্ট ঘ. শৈবাল ৩৪. অবাত শ্বসন প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? ক. অ্যামাইনো এসিড খ. পানি গ. অক্সিজেন ● ইথাইল অ্যালকোহল ৩৫. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুই অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক এসিড সৃষ্টি হয়? ক. ১ খ. ২ গ. ৩ ● ৪ ৩৬. কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়? ক. কোষগহ্বর খ. রাইবোজোম গ. গলজি বস্তু ● মাইটোকন্ড্রিয়া ৩৭. পাইরুভিক এসিডের সংকেত কোনটি? ● C3H4O3 খ. C6H2O6 গ. C₂H12OH ঘ. CH₂OH ৩৮. ক্রেবস চক্রে দুই অণু গ্লুকোজ হতে কত অণু CO2 উৎপন্ন হয়? ক. দুই খ. চার গ. ছয় ● আট ৩৯. ক্রেবস চক্রে কোনটির জারণ ঘটে? ক. গ্লুকোজ খ. পাইরুভিক এসিড গ. এডিনোসিন ট্রাইফসফেট ● অ্যাসিটাইল Co-A ৪০. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোন অংশে সংঘটিত হয়? ক. গলজি বস্তুতে খ. মাইটোকন্ড্রিয়ায় ● সাইটোপ্লাজমে ঘ. নিউক্লিয়াসে SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ৪১. এক অণু NADH, থেকে কত অণু ATP এর সমান শক্তি উৎপন্ন হয়? ক. ১ খ. ২ ● ৩ ঘ. ৪ ৪২. ৩ অণু FADH, হতে কত অণু ATP তৈরি হয়? ক. ৩ ● ৬ গ. ৯ ঘ. ১২ ৪৩. নিচের কোনটিতে ল্যাকটিক এসিডের ফার্মেন্টেশন হয়? ক. পাউরুটি খ. মিষ্টি ● দই ঘ. বিস্কুট ৪৪. ১ অণু FADH2 = কয় অণু ATP ? ক. ৪ ● ২ গ. ৬ ঘ. ৮ ৪৫. বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়? ক. O2 ● CO2 গ. ON2 ঘ. CH4 ৪৬. শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কোনটি? ক. 20°C-30°C খ. 20°C – 35°C ● 20°C – 45°C ঘ. 20°C – 46°C ৪৭. নিচের কোনটি শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক? ● অজৈব লবণ খ. পানি গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. অক্সিজেন ৪৮. ইস্টের শ্বসন প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? ● ল্যাকটিক এসিড খ. অক্সালো অ্যাসিটিক এসিড গ. গ্লুকোজ ঘ. গ্লিসারিক এসিড ৪৯. DNA ও RNA -এতে অ্যাডেনিন কী ধরনের উপাদান? ● গাঠনিক খ. অজৈব গ. সঞ্চয়ী ঘ. পুষ্টি ৫০. ADP-এর পূর্ণরূপ নিচের কোনটি? ক. Adenosine diphosphorus খ. Adenosine disphosphate ● Adenosine diphosphate ঘ. Adenine diphosphate SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ৫১. ফসফোরাইলেশন প্রক্রিয়ায় নিচের কোনটি যুক্ত হয়? ক. সালফেট খ. অ্যাসিটেট ● ফসফেট ঘ. নাইট্রেট ৫২. ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে শক্তি বের হয়ে আসে কোন প্রক্রিয়ায়? ক. ফসফরাইলেশন খ. ফটোসিনথেসিস গ. ফটোরেসপিরেশন ● ডিফসফরাসইলেশন ৫৩. প্রতি মোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলোক্যালরি শক্তি জমা থাকতে পারে? ক. 7.1 ● 7.3 গ. 7.4 ঘ. 7.2 ৫৪. ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিচের কোন অঙ্গাণুগুলোতে পাওয়া যায়? ক. মাইটোকন্ড্রিয়া ও সেন্ট্রোসোম খ. সেন্ট্রিওল ও গলজি বডি ● মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড ঘ. গলজি বডি ও প্লাস্টিড ৫৫. শ্বসন ক্রিয়ায় ATP এর কোন বন্ধনীতে শক্তি আবদ্ধ থাকে? ● ফসফেট খ. নাইট্রেট গ. সালফেট ঘ. অ্যাসিটেট ৫৬. নিচের কোনটিতে শক্তি আবদ্ধ থাকে? ক. AMP ● ATP গ. ADP ঘ. NAP ৫৭. পুষ্টি উপাদান কোন অঙ্গাণুর ক্ষেত্রে শক্তির উৎস হতে পারে? ক. সাইটোপ্লাজম খ. প্লাস্টিড ● মাইটোকন্ড্রিয়া ঘ. গলজি বডি ৫৮. প্লাস্টিডের ক্ষেত্রে শক্তির উৎস নিচের কোনটি? ক. বায়ুপ্রবাহ ● সূর্যালোক গ. জলস্রোত ঘ. জ্বালানি ৫৯. নিচের কোনটিকে “শক্তিমুদ্রা’ বলা হয়? ক. NADPH খ. ADP ● ATP ঘ. NAD ৬০. উদ্ভিদের শর্করাজাতীয় খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াকে কী বলে? ক. ফটোফসফোরাইলেশন খ. ফটোলাইসিস ● সালোকসংশ্লেষণ ঘ. শ্বসন SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ৬১. নিচের কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? ● সালোকসংশ্লেষণ খ. প্রস্বেদন গ. শ্বসন ঘ. অভিস্রবণ ৬২. নিচের কোনটি সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ? ক. অক্সিজেন ● কার্বন ডাইঅক্সাইড গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেন ৬৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি? ক. মূলের জাইলেম টিস্যু খ. কান্ডের কচি শাখা ● পাতার মেসোফিল টিস্যু ঘ. পাতার ফ্লোয়েম টিস্যু ৬৪. কোন অঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে CO2 শোষিত হয়? ক. কাণ্ড ● পত্ররন্ধ্র গ. মূল ঘ. শীর্ষমুকুল Subscribe to Lessonery! Get updates on the latest posts and more from Lessonery straight to your inbox. Website Your Email... Subscribe We use your personal data for interest-based advertising, as outlined in our Privacy Notice. ৬৫. বায়ুমণ্ডলে শতকরা কত পরিমাণে CO2 বিদ্যমান থাকে? ক. ০.০০০৩ খ. ০.০০৩ ● ০.০৩ ঘ. ০.৩ ৬৬. পানিতে CO2 এর শতকরা পরিমাণ কত? ক. ০.০০৩ খ. ০.০৩ ● ০.৩ ঘ. ৩ ৬৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কয়টি পর্যায়ে বিভক্ত? ● দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি ৬৮. সালোকসংশ্লেষণে ক্লোরোফিল অণু আলোকরশ্মি থেকে কী শোষণ করে? ● ফোটন খ. প্রোটন গ. ইলেকট্রন ঘ. নিউট্রন ৬৯. সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে কোনটি উৎপন্ন হয়? ক. শর্করা ● এটিপি গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. ফসফোগ্লিসারিক এসিড ৭০. সালোকসংশ্লেষণের সময় নিচের কোনটি সৌরশক্তি গ্রহণ করে ATP তে পরিণত হয়? ● ADP খ. NADP গ. GTP ঘ. AMP SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ৭১. কোন প্রক্রিয়ায় পানি বিয়োজিত হয়ে ইলেকট্রন উৎপন্ন হয়? ক. শ্বসন খ. ফটোফসফোরাইলেশন ● ফটোলাইসিস ঘ. সালোকসংশ্লেষণ ৭২. সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কোনটি উৎপন্ন হয়? ক. এটিপি খ. অক্সিজেন গ. কার্বন ডাইঅক্সাইড ● কার্বোহাইড্রেট ৭৩. কোন যৌগের আত্তীকরণের গতি পথকে আবিষ্কারকদের নামানুসারে ক্যালভিন চক্র বলে? ক. H₂O খ. C6H12O6 ● CO2 ঘ. O2 ৭৪. ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? ক. ১৮৬১ খ. ১৮৬২ ● ১৯৬১ ঘ. ১৯৬২ ৭৫. অধিকাংশ উদ্ভিদে কোন প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়? ক. ক্রেবস চক্র খ. হ্যাচ ও স্ন্যাক চক্র গ. কেসুলেসিয়ান এসিড বিপাক ● কেলভিন চক্র ৭৬. কেলভিন চক্রের ১ম স্থায়ী পদার্থ কত কার্বন বিশিষ্ট? ক. ২ ● ৩ গ. ৫ ঘ. ৬ ৭৭. ফসফোগ্লিসারিক এসিড কত কার্বন বিশিষ্ট? ক. ছয় খ. দুই ● তিন ঘ. পাঁচ ৭৮. কত সালে হ্যাচ ও স্ন্যাক চক্র আবিষ্কৃত হয়? ক. ১৯৫৯ সালে ● ১৯৬৬ সালে গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৮ সালে ৭৯. কোন উদ্ভিদটির সালোকসংশ্লেষণের হার বেশি? ক. আম খ. কাঁঠাল গ. পেয়ারা ● ভুট্টা ৮০. C4 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ নিচের কোনটি? ক. ফসফোগ্লিসারিক এসিড খ. অক্সালো ফসফোরিক এসিড ● অক্সালো এসিটিক এসিড ঘ. পাইরুভিক এসিড SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ৮১. আখ কী ধরনের উদ্ভিদ? ক. C2 উদ্ভিদ খ. C3 উদ্ভিদ ● C4 উদ্ভিদ ঘ. C5 উদ্ভিদ ৮২. নিম্নের কোনটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? ● মুথা ঘাস খ. ইস্ট গ. অ্যামিবা ঘ. মাশরুম ৮৩. কোন প্রক্রিয়ার হার ক্লোরোফিলের উপর নির্ভর করে? ক. শ্বসন খ. প্রস্বেদন ● সালোকসংশ্লেষণ ঘ. ফটোলাইসিস ৮৪. কোন অঙ্গাণু সূর্যের আলোকশক্তি গ্রহণ করতে পারে? ● ক্লোরোফিল খ. জ্যান্থফিল গ. ক্রিস্টি ঘ. হিমোগ্লোবিন ৮৫. কোনটির পরিমাণ বেশি থাকলে এনজাইম এর অভাব দেখা দেয়? ক. CO2 খ. আলো ● ক্লোরোফিল ঘ. H2O ৮৬. পানি ও CO2 থেকে শর্করা জন্য প্রয়োজনীয় শক্তির উৎস কোনটি? ক. খনিজ লবণ ● আলো গ. ক্লোরোফিল ঘ. বায়ু ৮৭. নিচের কোনটি ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করে? ক. কার্বন ডাইঅক্সাইড খ. উচ্চ তাপমাত্রা ● সূর্যালোক ঘ. নিম্নচাপ ৮৮. পত্ররন্ধ্র উন্মুক্ত হতে সাহায্য করে কোনটি? ক. তাপমাত্রা ● সূর্যালোক গ. পানি ঘ. ক্লোরোফিল ৮৯. নিচের কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়? ক. সাদা খ. সবুজ ● লাল ঘ. হলুদ ৯০. সালোকসংশ্লেষণ ভালো হয় না কোন বর্ণের আলোতে? ক. নীল খ. লাল গ. কমলা ● হলুদ SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ৯১. কী কারণে ক্লোরোফিলের উৎপাদন কমে যায়? ক. আলোর পরিমাণ বৃদ্ধি পেলে খ. আলোর পরিমাণ হ্রাস পেলে ● আলোর পরিমাণ অত্যধিক হলে ঘ. আলোর পরিমাণ সীমিত থাকলে ৯২. কত তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? ক. ৩৮০ nm ● ৬৮০ nm গ. ৫৮০ nm ঘ. ৭৮০ nm ৯৩. দিনের বেলায় সালোকসংশ্লেষণের হার অধিক হয় কেন? ক. পর্যাপ্ত বায়ু থাকায় ● পর্যাপ্ত আলো থাকায় গ. পর্যাপ্ত জলীয় বাষ্প থাকায় ঘ. পর্যাপ্ত কার্বন ডাইঅক্সাইড থাকায় ৯৪. কোনটি সালোকসংশ্লেষণের অপরিহার্য উপাদান? ক. O2 ● CO2 গ. M2 ঘ. N2 ৯৫. নিচের কোনটির পরিমাণ বেশি মাত্রায় বেড়ে গেলে সালোকসংশ্লেষণের হার কমে যায়? ক. পটাশিয়াম খ. ক্লোরোফিল গ. পানি ● কার্বন ডাইঅক্সাইড ৯৬. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য সুবিধাজনক তাপমাত্রা কত? ● ২২ – ৩৫° সে. খ. ২০ – ৪৫° সে. গ. ০-২২° সে. ঘ. ১২ – ৪০° সে ৯৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন কোনটি থেকে আসে? ক. কার্বন ডাইঅক্সাইড খ. খনিজ লবণ গ. অক্সিজেন ● পানি Subscribe to Lessonery! Get updates on the latest posts and more from Lessonery straight to your inbox. Website Your Email... Subscribe We use your personal data for interest-based advertising, as outlined in our Privacy Notice. ৯৮. অক্সিজেনবিহীন পরিবেশে কোন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে? ক. প্রস্বেদন খ. ফটোলাইসিস ● সালোকসংশ্লেষণ ঘ. শ্বসন ৯৯. কোনটির উপস্থিতিতে সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটে? ● মিথেন খ. নাইট্রোজেন গ. লোহা ঘ. ম্যাগনেসিয়াম ১০০. নিচের কোনটি সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক? ● পটাশিয়াম খ. নাইট্রোজেন গ. ম্যাগনেসিয়াম ঘ. লৌহ SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ১০১. নিচের কোনটি ক্লোরোফিলের প্রধান উপকরণ? ক. O2 ও N₂ ● N₂ ও Mg গ. Mg ও O2 ঘ. O2 ও CO2 ১০২. কোনটির অভাবে পাতায় ক্লোরোফিল সংশ্লেষণ ব্যাহত হয়? ক. হাইড্রোজেন খ. অক্সিজেন গ. মিথেন ● লোহা ১০৩. কখন পাতায় বেশি পরিমাণে শর্করা জমা হয়? ক. সকালে খ. দুপুরে ● বিকেলে ঘ. রাতে ১০৪. সালোকসংশ্লেষণের পটাশিয়াম কী হিসাবে কাজ করে? ক. সেতুবন্ধন ● অনুঘটক গ. বিয়োজক ঘ. সংশ্লেষণ ১০৫. বায়ুতে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ? ক. ২০.৯০ ● ২০.৯৫ গ. ১৮.৯৫ ঘ. ২৪.৯৫ ১০৬. নিচের কোন প্রক্রিয়াকে জৈব রাসায়নিক কারখানা বলা হয়? ● সালোকসংশ্লেষণ খ. শ্বসন গ. ফটোফসফরাইলেশন ঘ. প্রস্বেদন ১০৭. সালোকসংশ্লেষণ পরীক্ষার জন্য নিচের কোন দ্রবণটি প্রয়োজন হয়? ক. ক্লোরিন দ্রবণ ● আয়োডিন দ্রবণ গ. সোডিয়াম দ্রবণ ঘ. পটাশিয়াম দ্রবণ ১০৮. সবুজ পাতা আয়োডিন দ্রবণে কী বর্ণ ধারণ করে? ক. লাল খ. হলুদ গ. গোলাপী ● নীল ১০৯. কীসের সাথে বিক্রিয়া করে শ্বেতসার নীল বর্ণ ধারণ করে? ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড গ. লোহা ● আয়োডিন ১১০.শ্বসনের সময় জীবদেহে বর্তমান স্থিতিশক্তি কোন শক্তিতে পরিবর্তিত হয়? ক. বিদ্যুৎ শক্তি খ. আলোক শক্তি গ. যান্ত্রিক শক্তি ● রাসায়নিক শক্তি SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ১১১.শ্বসনের ফলে শ্বসনিক বস্তু ভেঙে কোনটি তৈরি করে? ক. DNA খ. RNA গ. NAD ● ATP ১১২.সজীব কোষের কোথায় শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়? ক. প্লাস্টিড, গলজিবস্তু খ. রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট ● সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া ঘ. প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস ১১৩.শ্বসন প্রক্রিয়া জীবদেহে কত ঘন্টা চলতে থাকে? ক. ৮ ঘন্টা খ. ১২ ঘন্টা ● ২৪ ঘন্টা ঘ. ১৬ ঘন্টা ১১৪.উদ্ভিদের কোন অঙ্গে শ্বসন ক্লিয়ার হার বেশি? ক. ফলে খ. পাতায় ● বর্ধিষ্ণু অঞ্চলে ঘ. বাকলে ১১৫.অক্সিজেন প্রাপ্যতার ভিত্তিতে শ্বসনকে কতভাগে ভাগ করা যায়? ক. ৫ খ. ৪ গ. ৩ ● ২ ১১৬. সবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়? ক. ২টি খ. ১৮টি গ. ৩২টি ● ৩৮টি ১১৭. সবাত শ্বসনে গ্লুকোজের কী ঘটে? ● জারণ খ. বিয়োজন গ. বিজারণ ঘ. বিশ্লেষণ ১১৮. কয়টি ধাপে সবাত শ্বসন সম্পন্ন হয়? ক. দুই ● চার গ. তিন ঘ. এক ১১৯. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক এসিড তৈরি হয়? ● ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ১২০. পাইরুভিক এসিড কয় কার্বন বিশিষ্ট? ক. এক খ. দুই ● তিন ঘ. চার SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ১২১. সবাত শ্বসন প্রক্রিয়ায় ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় সংঘটিত হয়? ● মাইটোকন্ড্রিয়ায় খ. সাইটোপ্লাজমে গ. নিউক্লিয়াসে ঘ. রাইবোজোমে ১২২. নিচের কোন ধাপে প্রোটন উৎপন্ন হয় ? ক. গ্লাইকোলাইসিস খ. অ্যাসিটাইল কো-এ সৃষ্টি গ. ক্রেবস চক্র ● ইলেকট্রন প্রবাহতন্ত্র ১২৩. ETS-এ শেষ গ্রহীতা কোনটি? ● অক্সিজেন খ. পানি গ. নাইট্রোজেন ঘ. কার্বন ১২৪. অবাত শ্বসন কোনটির অনুপস্থিতিতে হয়? ক. গ্লুকোজ ● অক্সিজেন গ. হাইড্রোজেন ঘ. জৈব এসিড ১২৫. অবাত শ্বসনে নীট কত অণু ATP উৎপন্ন হয়? ● ২ খ. ৬ গ. ৮ ঘ. ১২ ১২৬. অবাত শ্বসনের কোন ধাপে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে? ● ধাপ-১ খ. ধাপ-২ গ. ধাপ-৩ ঘ. ধাপ-৪ ১২৭. অবাত শ্বসন কোন ধরনের জীবে দেখা যায়? ● ব্যাকটেরিয়া খ. শৈবাল গ. প্রাণী ঘ. উচ্চ শ্রেণির উদ্ভিদ ১২৮. শ্বসনে নির্গত কোন পদার্থটি উদ্ভিদের খাদ্য উৎপাদনে ব্যবহৃত হয়? ক. পানি ● কার্বন ডাইঅক্সাইড গ. অক্সিজেন ঘ. ক্লোরোফিল ১২৯. কোষে এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য কোনটি প্রয়োজন? ক. আলো খ. তাপ গ. অক্সিজেন ● কোষমধ্যস্থ পানি Subscribe to Lessonery! Get updates on the latest posts and more from Lessonery straight to your inbox. Website Your Email... Subscribe We use your personal data for interest-based advertising, as outlined in our Privacy Notice. ১৩০. কোন গ্যাস এর চাপে রুটি ফাঁপা হয়? ● CO2 খ. NO₂ গ. N2 ঘ. O2 SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ১৩১. ল্যাকটিক এসিড ফার্মেন্টেশনের মাধ্যমে কোন প্রক্রিয়ায় দই পনির উৎপাদিত হয়? ● শ্বসন খ. সালোকসংশ্লেষণ গ. ব্যাপন ঘ. প্রস্বেদন ১৩২. ইস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি তৈরি হয়? ক. সালোকসংশ্লেষণ খ. ব্যাপন গ. সবাত শ্বসন ● অবাত শ্বসন ১৩৩. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ- ⅰ. পানি ⅱ. অক্সিজেন ⅲ. ক্লোরোফিল ক. ⅰ ও ⅱ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৩৪. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়- ⅰ. CO2 বিজারিত হয় ⅱ. O2 উৎপন্ন হয় ⅲ. H2O জারিত হয় ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ ১৩৫. সালোকসংশ্লেষণের আলোকনির্ভর পর্যায়ে তৈরি হয়- ⅰ. ATP ⅱ. H+ ⅲ. NADPH ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ ১৩৬. ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— ⅰ. ATP সৃষ্টিতে ⅱ. CO2 সৃষ্টিতে ⅲ. NADPH + H+ সৃষ্টিতে ক. ⅰ ও ⅱ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৩৭. ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়— ⅰ. ATP ভেঙ্গে ADP তৈরি হয় ⅱ. ADP, ATP তে পরিণত হয় ⅲ. ADP সৌরশক্তি গ্রহণ করে ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৩৮. ফটোলাইসিসে সহায়তা করে- ⅰ. সূর্যালোক ⅱ. ক্লোরোফিল ⅲ. হাইড্রোজেন ● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৩৯. অন্ধকার পর্যায় চলতে পারে— ⅰ. আলোর উপস্থিতিতে ⅱ. আলোর অনুপস্থিতিতে ⅲ. CO2 এর অনুপস্থিতিত ● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৪০. সালোকসংশ্লেষণ হার নির্ভরশীল- ⅰ. নতুন ক্লোরোপ্লাস্ট সৃষ্টির হারের উপর ⅱ. অক্সিজেনের পরিমাণের উপর ⅲ. ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর ক. ⅰ ও ⅱ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ১৪১. কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে— ⅰ. এনজাইমের অভাব দেখা দেয় ⅱ. সালোকসংশ্লেষণের হার বৃদ্ধি পায় ⅲ. সালোকসংশ্লেষণের হার হ্রাস পায় ক. ⅰ ও ⅱ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৪২. সূর্যালোকের প্রভাবে— ⅰ. পত্ররন্ধ্র উন্মুক্ত হয় ⅱ. CO2 পাতার অভ্যন্তরে প্রবেশ করে ⅲ. ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে ● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৪৩. আলোর পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে — ⅰ. পাতার অভ্যন্তরস্থ এনজাইম নষ্ট হয়ে যায় ⅱ. ক্লোরোফিল উৎপাদন কম হয় ⅲ. সালোকসংশ্লেষণের হার কমে যায় ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ ১৪৪. CO2 এর পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেলে- ⅰ. কোষের অম্লত্ব হ্রাস পায় ⅱ. সালোকসংশ্লেষণের হার কমে যায় ⅲ. পত্ররন্দ্র বন্ধ হয়ে যায় ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৪৫. বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ বৃদ্ধি পেলে- ⅰ. মেসোফিল টিস্যু কোষের অম্লত্ব বাড়ে ⅱ. সালোকসংশ্লেষণের হার কমে ⅲ. পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ SSC জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ ১৪৬. অতিরিক্ত পানি ঘাটতির ফলে— ⅰ. পত্ররন্ধ্র খুলে যায় ⅱ. এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয় ⅲ. সালোকসংশ্লেষণ বাধাগ্রস্ত হয় ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৪৭. সালোকসংশ্লেষণের ব্যাঘাত ঘটার কারণ হলো— ⅰ. ক্লোরোফর্ম ⅱ. হাইড্রোজেন সালফাইড ⅲ. মিথেন ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ ১৪৮. ক্লোরোফিলের পরিমাণ কম থাকে- ⅰ. একেবারে কচি পাতায় ⅱ. মধ্যবয়সী পাতায় ⅲ. একেবারে বয়স্ক পাতায় ক. ⅰ ও ⅱ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৪৯. জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে- ⅰ. সকল উদ্ভিদের খাদ্য প্রস্তুত হয় ⅱ. সকল প্রাণীর খাদ্য প্রস্তুত হয় ⅲ. O2 ও CO2 এর সঠিক অনুপাত বজায় থাকে ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ ১৫০. শ্বসন প্রক্রিয়াটি উদ্ভিদের— ⅰ. খাদ্য উৎপাদন করে ⅱ. খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে ⅲ. বৃদ্ধি প্রক্রিয়া পরোক্ষভাবে চালু রাখে ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৫১.শ্বসনের বাহ্যিক প্রভাবক— ⅰ. অজৈব লবণ ⅱ. পানি ⅲ. অক্সিজেন ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ ১৫২.ফার্মেন্টেশনের মাধ্যমে— ⅰ. দধি তৈরি হয় ⅱ. রুটি ফাঁপ হয় ⅲ. পনির তৈরি হয় ক. ⅰ ও ⅱ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ পরের অধ্যায়গুলো ৫ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক ৬ষ্ঠ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবহন ৭ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : গ্যাসীয় বিনিময় ৮ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : রেচন প্রক্রিয়া ৯ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : দৃঢ়তা প্রদান ও চলন ১০ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : সমম্বয় ১১ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের প্রজনন ১২ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের বংশগতি ও বিবর্তন ১৩ অধ্যায় SC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবেশ ১৪ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবপ্রযুক্তি শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল পিডিএফ গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের পিডিএফ বাটনে ক্লিক করো। PDF Download অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন। Leave a Comment Comment Name Name * Email Email * Website Website Save my name, email, and website in this browser for the next time I comment. টিপস ও ট্রিকস মুভি ডাউনলোড করার ওয়েবসাইট১০টি মুভি ডাউনলোড করার ওয়েবসাইট 2024 Best Article Writing Tools AffpilotBest Article Writing Tools Affpilot অটো কল রেকর্ড অ্যাপসঅটো কল রেকর্ড করার অ্যাপস | এখনই ডাউনলোড করুন গুগল অ্যাডসেন্স এ্যাড লিমিট আসে কেন?গুগল অ্যাডসেন্স এ্যাড লিমিট আসে কেন? অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায়অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায় সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম Sim ownership changeসিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম Sim ownership change 2023 ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায় Facebook Video Downloadফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায় Facebook Video Download 2023 ফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিস Facebook Help Centerফেসবুক কাস্টমার কেয়ার সার্ভিস Facebook Help Center অনলাইন ইনকাম প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার উপায় ঘরে বসেপ্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার উপায় ঘরে বসে অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায়অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায় বিকাশ লোন নেওয়ার উপায়বিকাশ লোন নেওয়ার উপায় – বিকাশ লোন নীতিমালা মোবাইল অনলাইন ইনকাম ২০২২মোবাইল অনলাইন ইনকাম ২০২৩ ব্লগিং করে ইনকামব্লগিং করে ইনকাম করার উপায় – How To Make Money Blogging আইনি পরামর্শ এমআরপি পাসপোর্ট চেক করার নিয়মএমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম MRP Passport Check 2023 ই পাসপোর্ট ফি কতই পাসপোর্ট ফি কত – ই পাসপোর্ট করতে কত টাকা লাগে? ড্রাগ নিয়ন্ত্রণ আইন দলিল ও খতিয়ান বিষয়ক জিআর সিআর মামলা কিজিআর সিআর মামলা কি? জন্ম নিবন্ধন অনলাইন আবেদনজন্ম নিবন্ধন অনলাইন আবেদন Birth Certificate পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করব Police Clearance checkপুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করব Police Clearance check চাকরি সাধারণ আনসার নিয়োগ ২০২২সাধারণ আনসার নিয়োগ ২০২৩ – ২০২৪ (২য় ধাপ) Job ApplicationJob Application সাধারণ আনসার নিয়োগ ২০২২সাধারণ আনসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রাণ প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বাংলালিংকে চাকরির সুযোগ বাংলালিংকে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তিবাংলালিংকে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ About Contact Privacy Policy Terms Advertisement Guest Post © 2025 Lessonery • All Rights Reserved SSC জীববিজ্ঞান ১১ অধ্যায় MCQ : জীবের প্রজনন SSC জীববিজ্ঞান ১১ অধ্যায় MCQ : জীবের প্রজনন
1 month ago Topic Created By: 0 comment of topic Ooooo
15 Views
Report
 Topic Tags
Ooooo, Photo, Hhhhhhhh, Rk Rocky Forum, Best Tips & Trick.
 Related Topics
» 4444
 Comments
 No Comment
Login or signup to comment this topic.
online: 0 | Hits: 7653x