BDKing Wap - Get Free Apps, Games, Audios, Videos, Codes, Themes, Wallpapers, And More. google-site-verification=ggpcL3CKimtXVdlcc5m-_oZG5WFdk-mBSmcvl_kCRcA
Home
Login
Signup
Forum
Users
Rk Rocky Forum
Jiboni
Home Syllabus Text Video CQ MCQ More এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি (ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন : ১। C4 গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হলো – (ক) কিটোএসিড (খ) অক্সালো এসিটিক এসিড (গ) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট (ঘ) ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট সঠিক উত্তর: (খ) ২। Biological coin এর বাংলা কী? (ক) জীব মুদ্রা (খ) জৈব মুদ্রা (গ) অজৈব মুদ্রা (ঘ) শক্তি মুদ্রা সঠিক উত্তর: (খ) ৩। উদ্ভিদকোষে শর্করা জাতীয় খাদ্য সঞ্চিত হয় কোথায়? (ক) নিউক্লিয়াসের কাছাকাছি (খ) ক্লোরোপ্লাস্টের কাছাকাছি (গ) কোষ প্রাচীরের কাছাকাছি (ঘ) মাইটোকন্ড্রিয়ার কাছাকাছি সঠিক উত্তর: (খ) ৪। শ্বসন কত প্রকার? (ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার সঠিক উত্তর: (ক) ৫। সবাত শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়? (ক) ৩টি (খ) ৫টি (গ) ৪টি (ঘ) ৬টি সঠিক উত্তর: (গ) ৬। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন খাদ্য তৈরি করে? (ক) প্রোটিন (খ) শর্করা (গ) আমিষ (ঘ) লিপিড সঠিক উত্তর: (খ) শর্করা ৭। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে? (ক) শ্বসন প্রক্রিয়া (খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া (গ) রেচন প্রক্রিয়া (ঘ) অভিস্র্রবণ প্রক্রিয়া সঠিক উত্তর: (খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ৮। জীবকর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলকে কী বলে? (ক) জৈব শক্তি (খ) জীবনী শক্তি (গ) শ্বসন (ঘ) স্থিতি শক্তি সঠিক উত্তর: (খ) জীবনী শক্তি ৯। সালোকসংশ্লেষণের সময় ADP সৌরশক্তি গ্রহণ করে ATP তে পরিণত হওয়াকে কী বলে? (ক) ফটোফসফোরাইলেশন (খ) শ্বসন (গ) ক্রেবচক্র (ঘ) অভিস্র্রবণ সঠিক উত্তর: (ক) ফটোফসফোরাইলেশন ১০। শর্করার ইংরেজি নাম কী? (ক) ফসকো লিপিড (খ) কার্বহাইড্রেট (গ) হাইড্রোকার্বন (ঘ) অ্যামইনো এসিড সঠিক উত্তর: (খ) কার্বহাইড্রেট ১১। সলোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি কী শক্তি উৎপন্ন করে? (ক) বিদ্যুৎ শক্তি (খ) রাসায়নিক শক্তি (গ) তাপ শক্তি (ঘ) জৈব শক্তি সঠিক উত্তর: (খ) রাসায়নিক শক্তি ১২। সালোকসংশ্লেষণের ইংরেজি নাম কী? (ক) PHOTOSYNTHESIS (খ) PHOTO PHOSPHATE (গ) PHOTOPHOSPHONYLATION (ঘ) PHOTOLIGHT SYSTEM সঠিক উত্তর: (ক) PHOTOSYNTHESIS ১৩। পাতার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি? (ক) জাইলেম টিস্যু (খ) মেসোফিল টিস্যু (গ) ফ্লোয়েম টিস্যু (ঘ) ক্ষারণকারী টিস্যু সঠিক উত্তর: (খ) মেসোফিল টিস্যু ১৪। সালোকসংশ্লেষণ কোন ধরনের প্রক্রিয়া? (ক) জটিল ও দীর্ঘ (খ) জটিল ও হ্রাস (গ) দীর্ঘ ও হ্রাস (ঘ) সাধারণ ও দীর্ঘ সঠিক উত্তর: (ক) জটিল ও দীর্ঘ ১৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কারকের নাম কী? (ক) ব্লুম্যান (খ) ব্লাকম্যান (গ) টমসন (ঘ) হ্যাচ্ সঠিক উত্তর: (খ) ব্লাকম্যান ১৬। সূর্যালোক ও ক্লোরোফিল সহায়তায় পানি বিয়োজিত হয়ে কী উৎপন্ন করে? (ক) ইলেকট্রন (খ) প্রোটন (গ) নিউট্রন (ঘ) পজিট্রন সঠিক উত্তর: (ক) ইলেকট্রন ১৭। ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়? (ক) অ্যামাইনো এসিড (খ) কিটোএসিড (গ) এসিটিক এসিড (ঘ) ফসফোরিক এসিড সঠিক উত্তর: (খ) কিটোএসিড ১৮। ক্যালভিন তার আবিষ্কারের জন্য কতসালে নোবেল পুরস্কার লাভ করে? (ক) ১৯৬০ সালে (খ) ১৯৬২ সালে (গ) ১৯৬১ সালে (ঘ) ১৯৫৩ সালে সঠিক উত্তর: (গ) ১৯৬১ সালে ১৯। উদ্ভিদ কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে কী ঘটে? (ক) সালোকসংশ্লেষণ বৃদ্ধি পায় (খ) সালোকসংশ্লেষণ হ্রাস পায় (গ) শ্বসন বৃদ্ধি পায় (ঘ) শ্বসন হ্রাস পায় সঠিক উত্তর: (খ) সালোকসংশ্লেষণ হ্রাস পায় ২০। সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয় কত তরঙ্গ দৈর্ঘ্য? (ক) ৬৮০ NM (খ) ৩৮০ NM (গ) ৫৮০ NM (ঘ) ২৮০ NM সঠিক উত্তর: (ক) ৬৮০ NM ২১। সালোকসংশ্লেষণ কত প্রকার? (ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার সঠিক উত্তর: (ক) ২ প্রকার ২২। উদ্ভিদের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি? (ক) অক্সিজেন (খ) পানি (গ) তাপমাত্রা (ঘ) পটাসিয়াম সঠিক উত্তর: (ঘ) পটাসিয়াম ২৩। হাইড্রিলা উদ্ভিদ দিয়ে কী পরীক্ষা করা হয়? (ক) শ্বসন (খ) অভিস্র্রবণ (গ) ব্যাপন (ঘ) সালোকসংশ্লেষণ সঠিক উত্তর: (ঘ) সালোকসংশ্লেষণ ২৪। সালোকসংশ্লেষণের কোন উপাদান থেকে অক্সিজেন উৎপন্ন হয়? (ক) কার্বন ডাই অক্সাইড (খ) পানি (গ) ম্যাগনেসিয়াম (ঘ) ক্লোরোফিল সঠিক উত্তর: (খ) পানি ২৫। সালোকসংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কত? (ক) ২২0-৩৫0C (খ) ২০0-২৫0C (গ) ৩৫0-৪০0C (ঘ) ২২0-৪৪0C সঠিক উত্তর: (ক) ২২0-৩৫0C ২৬। শ্বসনের সময় জীবদেহে বর্তমান স্থৈতিক শক্তি কী রূপে উদ্ভ‚ত হয়? (ক) তাপরূপে (খ) আলোরূপে (গ) বিদ্যুৎরূপে (ঘ) পানিরূপে সঠিক উত্তর: (ক) তাপরূপে ২৭। শ্বসন প্রক্রিয়া জীবকোষের কোথায় সংঘটিত হয়? (ক) মাইটোকন্ড্রিয়াতে (খ) প্রোটোপ্লাজমে (গ) গলজিবস্তু (ঘ) কোষগহ্বর সঠিক উত্তর: (ক) মাইটোকন্ড্রিয়াতে ২৮। যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে কী বলে? (ক) সবাত শ্বসন (খ) অবাত শ্বসন (গ) ব্যাপন (ঘ) অভিস্র্রবণ সঠিক উত্তর: (খ) অবাত শ্বসন ২৯। অবাত শ্বসন কোন জীবে ঘটে? (ক) ভাইরাস (খ) ব্যাকটেরিয়া (গ) ছত্রাক (ঘ) ভিরয়েডস সঠিক উত্তর: (খ) ব্যাকটেরিয়া ৩০। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে? (ক) মাইটোকন্ড্রিয়ায় (খ) সাইটোপ্লাজম (গ) লিপিড (ঘ) কোষগহ্বরে সঠিক উত্তর: (খ) সাইটোপ্লাজম ৩১। পাইরুভিক এসিডের সংকেত কোনটি? (ক) C3H4O3 (খ) CH4OH (গ) C6H12O6 (ঘ) C2H5OH সঠিক উত্তর: (ক) C3H4O3 ৩২। ক্রেবস চক্র কত সালে আবিষ্কার হয়? (ক) ১৯৩৭ সালে (খ) ১৯৩৫ সালে (গ) ১৯৪০ সালে (ঘ) ১৯৩০ সালে সঠিক উত্তর: (ক) ১৯৩৭ সালে ৩৩। উদ্ভিদ কোষের কোনটি শ্বসনের প্রধান অঙ্গ? (ক) নিউক্লিয়াস (খ) মাইটোকন্ড্রিয়া (গ) রাইবোসোম (ঘ) সাইটোপ্লাজম সঠিক উত্তর: (খ) মাইটোকন্ড্রিয়া ৩৪। ক্রেবসচক্র কোথায় সংঘটিত হয়? (ক) নিউক্লিয়াস (খ) মাইটোকন্ড্রিয়া (গ) রাইবোসোম (ঘ) সাইটোপ্লাজম সঠিক উত্তর: (খ) মাইটোকন্ড্রিয়া ৩৫। দুধ থেকে দধি তৈরি নিচের কোনটির ফল? (ক) সালোকসংশ্লেষণ (খ) সবাত শ্বসন (গ) অবাত শ্বসন (ঘ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন সঠিক উত্তর: (গ) অবাত শ্বসন ৩৬। সবাত শ্বসনে CO2 গ্যাস নির্গত হতে কোনটি প্রয়োজন? (ক) রেস্পিরোস্কোপ (খ) টেলিস্কোপ (গ) পেরিস্কোপ (ঘ) সরল অণুবীক্ষণ যন্ত্র সঠিক উত্তর: (ক) রেস্পিরোস্কোপ (খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন : ১. সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ – i. ক্লোরোফিল ii. কার্বন ডাইঅক্সাইড iii. হাইড্রোজেন নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ক) ২. স্থলজ সবুজ উদ্ভিদ – i. মূল দিয়ে পানি শোষণ করে ii. বায়ু থেকে CO2 গ্রহণ করে iii. পানিতে দ্রবীভূত CO2 গ্রহণ করে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ক) ৩. জীবনীশক্তি হল এমন একটি কৌশল যার মাধ্যমে জীব তার দেহে – i. শক্তি উৎপাদন করে ii. শক্তি ব্যবহার করে iii. শক্তি নির্গমন করে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ক) (গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন : উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: ঈস্টের শ্বসনের ফলে অ্যালকোহল ও এক ধরনের গ্যাস উৎপন্ন হয় যার কারণে রুটি ফাঁপা হয়। ফলে শিল্পক্ষেত্রে এ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১. রুটি ফাঁপার জন্য দায়ী কোনটি? (ক) O2 (খ) CO2 (গ) N2 (ঘ) CH4 সঠিক উত্তর: (খ) ২. ঈস্টে সংঘটিত শ্বসন প্রক্রিয়ার ধাপগুলো হলো – i. গ্লাইকোলাইসিস ii. ক্রেবস চক্র iii. পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (গ) Our Educational Websites: Alor Pathshala.com EducatorBD.com Biology-World.com Biology Lovers.com Biology Learners.com Gazi Salahuddin.com
1 month ago Topic Created By: 0 comment of topic Jiboni
14 Views
Report
 Topic Tags
Jiboni, Photo, Ttttttt, Rk Rocky Forum, Best Tips & Trick.
 Related Topics
» 4444
 Comments
 No Comment
Login or signup to comment this topic.
online: 0 | Hits: 7653x