Courstika
এসএসসি-২০২৫ সাজেশন HSC 2025 সাজেশন জুলাই বিপ্লব ২০২৪ ১০০% কমন HSC-2025 Model Test জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৫ তৃতীয় শ্রেণি চতুর্থ শ্রেণি পঞ্চম শ্রেণি ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণি অষ্টম শ্রেণি নবম শ্রেণি দশম শ্রেণি একাদশ ও দ্বাদশ শ্রেণি ভর্তি ও পরীক্ষা ডিগ্রি অনার্স মাস্টার্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল উচ্চ শিক্ষা স্কলারশিপ
এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর
বেলাল হোসাইন লিখেছেন বেলাল হোসাইন in SSC - Biology, SSC Suggestion 2025 (PDF)
A A
এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য জীববিজ্ঞানের গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, জীববিজ্ঞান ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- কোষ বিভাজন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের জীববিজ্ঞান বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর
১. টেলোফেজ পর্যায়ে ক্রোমোসোমের আকার কেমন?
ক. সরু ও লম্বা
খ. মোটা ও লম্বা
গ. মোটা ও পাতলা
ঘ. লম্বা ও খাটো
২. ক্রোমোসোমে পানি যোজন ঘটে কোন পর্যায়ে?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
৩. কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় রাখতে প্রয়োজন হয় কোন বিভাজন প্রক্রিয়া?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. দ্বিবিভাজন
৪. মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে?
ক. মূলরোম ও পাতায়
খ. মূলের অগ্রভাগ ও মুকুলে
গ. ভ্রূণমুকুল ও জননকোষে
ঘ. দেহকোষ ও মূলরোমে
৫. প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কয় ভাগে বিভক্ত হয়?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৬. কোন ধাপে ক্রোমোসোম দেখতে…. ‘I’ আকৃতির হয়?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
৭. জাইগোট বলতে কী বোঝায়?
ক. ডিপ্লয়েড কোষ
খ. হ্যাপ্লয়েড কোষ
গ. জননকোষ
ঘ. কোষ বিভাজন
৮. কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
৯. নিচের কোন জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়?
ক. ব্যাকটেরিয়া
খ. কাঁঠাল
গ. হাতি
ঘ. বানর
১০. মস ও ফার্ন উদ্ভিদের রেণুধর মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. দ্বিবিভাজন
১১. প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলো কেমন থাকে?
ক. খাটো ও মোটা
খ. মোটা ও চিকন
গ. খাটো ও চিকন
ঘ. খাটো ও পাতলা
১২. কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়?
ক. প্রোফেজ
খ. অ্যানাফেজ
গ. মেটাফেজ
ঘ. টেলোফেজ
১৩. কোন ধাপে ক্রোমোসোম সমান দুটি ভাগে ভাগ হয়ে যায়?
ক. প্রোফেজ
খ. প্রোমেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
১৪. বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য?
ক. মাইটোসিস
খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. দ্বি-বিভাজন
১৫. কোন পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
ক. মেটাফেজ
খ. অ্যানাফেজ
গ. টেলোফেজ
ঘ. প্রোমেটাফেজ
১৬. কোন বিভাজনের ফলে জীবদেহের ক্ষতস্থান পূরণ হয়?
ক. মাইটোসিস
খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. দ্বি-বিভাজন
১৭. মানুষের দৈহিক বৃদ্ধি হয় কোন বিভাজনের ফলে?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. কোনোটিই নয়
১৮. কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিস ঘটে?
ক. মাইটোসিস
খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. সাইটোকাইনেসিস
১৯. কোন কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে হলে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়?
ক. মাইটোসিস
খ. অ্যামাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. সবকটি
২০. কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়?
ক. প্রোফেজ
খ. অ্যানাফেজ
গ. মেটাফেজ
ঘ. টেলোফেজ
২১. নিচের কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে?
ক. স্নায়ুকোষ
খ. স্থায়ী টিস্যু
গ. লোহিত রক্ত কণিকা
ঘ. বর্ধনশীল পাতার কোষ
২২. কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
ক. প্রোফেজ
খ. প্রোমেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. টেলোফেজ
২৩. জাইগোট কোষের বৈশিষ্ট্য-
i. এটি গ্যামেটোফাইটের প্রথম কোষ
ii. এর বিভাজন অনুপ্রস্থে ঘটে
iii. এর প্রথম বিভাজনে দুটি কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. অটোসোম অংশগ্রহণ করে-
i. দেহ গঠনে
ii. লিঙ্গ নির্ধারণে
iii. ভ্রুণ গঠনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
ক. প্রো-মেটাফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
২৬. অ্যামাইটেসিস কোষ বিভাজন কোন জীবে ঘটে?
ক. ব্যাকটেরিয়া
খ. ফার্ন
গ. মস
ঘ. নিটাম
২৭. মানুষের মিয়োসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোসোম থাকে?
ক. ২১টি
খ. ২২টি
গ. ২৩টি
ঘ. ২৪টি
২৮. মাইটোসিস বিভাজনের ফলে-
i. ক্রোমোসোমের সংখ্যা একই থাকে
ii. নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়
iii. ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৯. প্রো-মেটাফেজ দশায়-
i. দুইমেরুবিশিষ্ট স্পিন্ডল যন্ত্ৰ সৃষ্টি হয়
ii. ক্রোমোসোমগুলোতে পানি যোজন শুরু হয়
iii. নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
একটিমাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি, এককোষী জীবদেহ থেকে অসংখ্য জীবদেহ এবং জনন কোষ সৃষ্টি করে নতুন প্রজন্মের ধারা রক্ষা করে কোষ বিভাজন।
৩০. বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে কোষ বিভাজনে—
i. নতুন কোষে ক্রোমোসোম সংখ্যা সমান থাকে
ii. ক্রোমোসোম মাত্র একবার বিভাজিত হয়
iii. স্তূপের বৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩১. জনন কোষে বিভাজন অন্যান্য কোষ বিভাজন থেকে ভিন্নতর, ফলে-
ক. অস্বাভাবিক কোষ সৃষ্টি হয়
খ. দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে
গ. প্রজাতির ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক থাকে
ঘ. দু’টি অপত্য কোষ সৃষ্টি হয়
MCQ উত্তরমালা
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
লক্ষ্য করুন: কোর্সটিকা থেকে কোনো PDF ফাইল সংগ্রহ করার পূর্বে অবশ্যই আমাদের শর্ত ও নীতিমালাগুলো পড়ে নিন। কোর্সটিকার ফ্রি রিসোর্সগুলো আপনি কোন কাজে এবং কীভাবে ব্যবহার করতে পারবেন, তা আপনার জন্য জানা জরুরী।
Lecture Sheet Ad
আরো দেখুন
ssc 2026 short syllabus pdf download
SSC Suggestion 2025 (PDF)
SSC 2026 Short Syllabus PDF Download Math Answer
ssc 2026 short syllabus pdf download
SSC Suggestion 2025 (PDF)
২০২৬ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ২য় পত্র ( PDF)
ssc 2026 short syllabus pdf download
SSC Suggestion 2025 (PDF)
SSC 2026 Short Syllabus English 2nd Paper (PDF) Download
ssc 2026 short syllabus pdf download
SSC Suggestion 2025 (PDF)
SSC 2026 Short Syllabus English 1st Paper (PDF) Download
ssc 2026 short syllabus pdf download
SSC Suggestion 2025 (PDF)
এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ১ম পত্র (PDF)
ssc 2026 short syllabus pdf download
SSC Suggestion 2025 (PDF)
SSC 2026 Short Syllabus PDF Download | All Subjects List
ssc 2026 short syllabus pdf download
SSC Suggestion 2025 (PDF)
এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস PDF Download | All Subjects
ssc 2025 routine pdf download
SSC Suggestion 2025 (PDF)
এসএসসি ২০২৫ রুটিন PDF Download | ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন
ssc 2025 routine pdf download
SSC Suggestion 2025 (PDF)
SSC 2025 Routine PDF Download | Exam will Start 10 April
Paragraph
বাংলা অর্থসহ প্যারাগ্রাফ
Composition or Essay
বাংলা অর্থসহ রচনা
Email or Letter Writing
বাংলা অর্থসহ ইমেইল অথবা চিঠি
Dialogue Writing
বাংলা অর্থসহ ডায়লগ
Completing Story
বাংলা অর্থসহ স্টোরি রাইটিং
Application
বাংলা অর্থসহ আবেদন পত্র
Flow Chart (HSC)
https://courstika.com/flow-chart/
Graph and Chart Writing
গ্রাফ এবং চার্টসমূহ
অনুেচ্ছদ রচনা
পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও
আবেদন পত্র
পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও
ভাষণ লিখন
পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও
প্রবন্ধ রচনাসমূহ
পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও
প্রতিবেদন রচনা
পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও
তৃতীয় শ্রেণি
সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি
চতুর্থ শ্রেণি
সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি
পঞ্চম শ্রেণি
অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি
ষষ্ঠ শ্রেণি
অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি
সপ্তম শ্রেণি
অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি
অষ্টম শ্রেণি
অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি
নবম-দশম শ্রেণি
অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি
একাদশ-দ্বাদশ শ্রেণি
অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি
About Us Contact Us Privacy Policy Terms and Conditions Archived
Let's, write on Courstika
Copyright © 2025 Courstika. All Rights Reserved.
কী চাও? এখানে লেখো...
একাডেমিক
এসএসসি-২০২৫ সাজেশন
এইচএসসি সাজেশন ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়
জুলাই বিপ্লব ২০২৪
ক্যারিয়ার
স্বাস্থ্যপাতা
বিবিধ
Copyright © 2025 Courstika. All Rights Reserved.
1 month ago Topic Created By: 0 comment of topic Hiiijjj4Hiiijjj4, Photo, Hhhhu, Rk Rocky Forum, Best Tips & Trick.
Login or signup to comment this topic.