BDKing Wap - Get Free Apps, Games, Audios, Videos, Codes, Themes, Wallpapers, And More. google-site-verification=ggpcL3CKimtXVdlcc5m-_oZG5WFdk-mBSmcvl_kCRcA
Home
Login
Signup
Forum
Users
Rk Rocky Forum
Vvvvvvvv
. প্রকৃত কোষের ক্রোমোজোমে কোনটি থাকে না? ক. DNA খ. প্রোটিন গ. হিস্টোন ঘ. RNA ৩০. শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম কোথায় সুবিন্যস্ত থাকে? ক. রাইবোসোমে খ. অক্সিসোমে গ. কোয়ান্টোসোমে ঘ. ক্রোমোজোমে ৩১. ক্লোরোপ্লাস্ট কোন বর্ণ কণিকার আধিক্যের জন্য সবুজ হয়? ক. জান্থোফিল খ. ক্লোরোফিল গ. ক্যারোটিন ঘ. ফাইকোসায়ানিন ৩২. যৌন জনন ও জনুক্রম দেখা যায় এমন জীবে কোন ধরনের কোষ উৎপন্ন হয়? ক. দেহ কোষ খ. জনন কোষ গ. আদি কোষ ঘ. প্রকৃত কোষ ৩৩. কোনটি কোষের পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে? ক. সাইটোপ্লাজম খ কোষপ্রাচীর গ. কোষঝিল্লি ঘ. প্রোটোপ্লাজম ৩৪. কোষঝিল্লির ভাঁজকে কী বলে? ক. মাইক্রোভিল্লি খ. প্লাজমালেমা গ. সাইটোপ্লাজম ঘ. নিউক্লিওলাস ৩৫. কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়? ক. মাইটোকন্ড্রিয়াকে খ. নিউক্লিয়াসকে গ. গলজিবস্তুকে ঘ. রাইবোসোমকে ৩৬. সেন্ট্রিওল থাকে নিচের কোনটিতে? ক. সেন্ট্রোজোম খ. সেন্ট্রোমিয়ার গ. মাইটোকন্ড্রিয়া ঘ. প্লাস্টিড ৩৭. লাইসোজোমের কাজ কোনটি? ক. খাদ্য তৈরি খ. শক্তি উৎপাদন গ. জীবাণুভক্ষণ ঘ. আমিষ সংশ্লেষণ ৩৮. লাইসোজোম এর এনজাইম জীবাণুকে কী করে? ক. মেরে ফেলে খ. ধ্বংস করে গ. হজম করে ঘ. বিগলিত করে ৩৯. নিউক্লিয়ার ঝিল্লিস্থ ছিদ্রকে কী বলে? ক. নিউক্লিয়ার রন্ধ্র খ. কোষীয় রন্ধ্র গ. পত্ররন্ধ্র ঘ. নিউক্লিয়ার ছিদ্র ৪০. নিউক্লিওলাস কী দ্বারা গঠিত? ক. DNA ও RNA খ. RNA ও প্রোটিন গ. DNA ও লিপিড ঘ. RNA ও লিপিড ৪১. পাতার ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কি বলে?কলা রেসিপি বই ক. মেসোফিল খ. অ্যারেনকাইমা গ. ক্লোরেনকাইমা ঘ. কোলেনকাইমাকোন ৪২. প্রাথমিক অবস্থায় প্রাথমিক জাইলেমকে কী বলে? ক. মেটাজাইলেম খ. প্রোটোজাইলেম গ. গৌণ জাইলেম ঘ. প্রাথমিক জাইলেম ৪৩. উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করা প্রধান কাজ কোনটির? ক. ভেসেল খ. জাইলেম প্যারেনকাইমা গ. সিভকোষ ঘ. সঙ্গীকোষ ৪৪. পাতলা প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোনটিতে পাওয়া যায়? ক. প্রাইমারি জাইলেম খ. সেকেন্ডারি জাইলেম গ. ট্রাকিড ঘ. ভেসেল ৪৫. জাইলেম ও ফ্লোয়েম একত্রে কোন টিস্যুতন্ত্রগঠন করে? ক. ভিত্তি টিস্যুতন্ত্র খ. ত্বকীয় টিস্যুতন্ত্র গ. পরিবহন টিস্যুতন্ত্র ঘ. কোনোটিই নয় ৪৬. সিভকোষ কোন ধরনের কোষ দ্বারা গঠিত? ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা গ. স্কেরেনকাইমা ঘ. ক্লোরেনকাইমা ৪৭. মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু বিদ্যমান?কলা রেসিপি বই ক. কিউবয়ডাল খ. কলামনার গ. স্ট্র্যাটিফাইড ঘ. স্কোয়ামাস ৪৮. জনন টিস্যু কোন টিস্যু থেকে রূপান্তরের মাধ্যমে উৎপন্ন হয়? ক. আবরণী টিস্যু খ. পেশি টিস্যু গ. যোজক টিস্যু ঘ. কঙ্কাল টিস্যু ৪৯. কোনটি মাতৃকার ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে দৃঢ়তা প্রদান করে? ক. অস্থি খ. কোমলাস্থি গ. তরুণাস্থি ঘ. কার্টিলেজ ৫০. রক্তকণিকা কয় ধরনের? ক. ২ ধরনের খ. ৩ ধরনেরকলা রেসিপি বই গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের ৫১. মসৃণ পেশি বলা হয় কোনটিকে? ক. ঐচ্ছিক পেশি খ. অনৈচ্ছিক পেশি গ. হৃদপেশি ঘ. কোনোটিই নয় ৫২. পৌষ্টিকনালীর অংশ হলো- i. গলবিল ii. শ্বাসনালি iii. ইলিয়াম নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৫৩. অ্যামিবা একটি প্রাণিকোষ কারণ এর i. কেন্দ্রিকার গঠন সুসম্পূর্ণ ii. বর্ণ গঠনকারী অঙ্গ আছে iii. কোষ ঝিল্লী দেখা যায় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৫৪. কোলেনকাইমা কোষে i. কোষপ্রান্ত গোলাকার ii. আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে iii. পত্রবৃন্তে দেখা যায় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৫৫. অভ্যন্তরীণ অঙ্গের অন্তর্ভুক্ত i. নাসিকা ii. বৃক্ক iii. ডিম্বাশয় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৫৬. কোষ ঝিল্লির কাজ হলো i. পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ ii. পার্শ্ববর্তী কোষকে আলাদা রাখা iii. কোষকে দৃঢ়তা দান নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৫৭. ক্লোরোপ্লাস্ট নিম্মোক্ত অঙ্গে বর্তমান থাকে- i. পাতা ii. কচিকা- iii. উদ্ভিদের ফুলের বৃতি নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii নিচের উদ্দীপকটি পড়ে ৫৮ ও ৫৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: রোহিত গ্রামের বাড়িতে যাবার সময় দেখল একজন লোক পাট গাছ থেকে আঁশ ছাড়াচ্ছে। ৫৮. উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান?কলা রেসিপি বই ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা গ. ক্লোরেনকাইম ঘ. স্কেরেনকাইমা ৫৯. উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে- i. কোষপ্রাচীর লিগনিনযুক্ত ii. কোষপ্রাচীরের পুরুত্ব অসমান iii. কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬০ ও ৬১নং প্রশ্নের উত্তর দাও: মাসুম উদ্ভিদ দেহের আকষর্ণীয় কোষ অঙ্গাণু সম্পর্কে আলোচনা করছিল, যা কিনা পরাগায়নে সহায়তা করে। ৬০. মাসুমের আলোচিত অঙ্গাণুটির নাম কী? ক রাইবোসোম খ. প্লাস্টিড গ সেন্ট্রোসোম ঘ মাইটোকন্ড্রিয়া ৬১. উক্ত অঙ্গটির বৈশিষ্ট্য হচ্ছে- i. ক্লোরোফিল থাকায় এদের সবুজ দেখায় iii. বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে iii. বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে সরল শর্করা উৎপন্ন করে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii Answer Sheet
1 month ago Topic Created By: 0 comment of topic Vvvvvvvv
14 Views
Report
 Topic Tags
Vvvvvvvv, Java Games, Ggggg, Rk Rocky Forum, Best Tips & Trick.
 Related Topics
» 4444
 Comments
 No Comment
Login or signup to comment this topic.
online: 0 | Hits: 7653x