BDKing Wap - Get Free Apps, Games, Audios, Videos, Codes, Themes, Wallpapers, And More. google-site-verification=ggpcL3CKimtXVdlcc5m-_oZG5WFdk-mBSmcvl_kCRcA
Home
Login
Signup
Forum
Users
Rk Rocky Forum
Ttttttttttyt
Courstika এসএসসি-২০২৫ সাজেশন HSC 2025 সাজেশন জুলাই বিপ্লব ২০২৪ ১০০% কমন HSC-2025 Model Test জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৫ তৃতীয় শ্রেণি চতুর্থ শ্রেণি পঞ্চম শ্রেণি ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণি অষ্টম শ্রেণি নবম শ্রেণি দশম শ্রেণি একাদশ ও দ্বাদশ শ্রেণি ভর্তি ও পরীক্ষা ডিগ্রি অনার্স মাস্টার্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল উচ্চ শিক্ষা স্কলারশিপ এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর বেলাল হোসাইন লিখেছেন বেলাল হোসাইন in SSC - Biology, SSC Suggestion 2025 (PDF) A A এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য জীববিজ্ঞানের গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, জীববিজ্ঞান ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- জীবকোষ ও টিস্যু। এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের জীববিজ্ঞান বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক। এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ১. কোনটিতে প্রাচীর ঘেষে প্রোটোপ্লাজম থাকে? ক. সঙ্গীকোষ খ. সিভকোষ গ. ভেসেল ঘ. ট্রাকিড ২. প্লাস্টিড কত প্রকার? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ ৩. রক্ত রসের রং কেমন? ক. লাল খ. ঈষৎ লালাভ গ. হলুদ ঘ. ঈষৎ হলুদাভ ৪. লাইসোসোমের কাজ কোনটি? ক. খাদ্য তৈরি খ. শক্তি উৎপাদন গ. জীবাণুভক্ষণ ঘ. আমিষ সংশ্লেষণ ৫. পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না? ক. সঙ্গীকোষ খ. সিভকোষ গ. ভেসেল ঘ. ট্রাকিড ৬. রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? ক. ৮ – ৯% খ. ১০ – ১২% গ. ১৫ – ২০% ঘ. ২৫ – ৩০% ৭. নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বহন করে কোনটি? ক. অ্যাক্সন খ. কোষদেহ গ. সিনাপস ঘ. ডেনড্রেন ৮. পার্শ্বীয় জোড়াকূপ এর সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? ক. ট্রাকিড খ. ভেসেলে গ. সিভকোষ ঘ. সঙ্গীকোষ ৯. কোনটি প্লাস্টিড নয়? ক. ক্লোরোপ্লাস্ট খ. টনোপ্লাস্ট গ. ক্রোমোপ্লাস্ট ঘ. লিউকোপ্লাস্ট ১০. মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি? ক. কোষকে রক্ষা করা খ. শক্তি উৎপাদন করা গ. বংশবৃদ্ধি করা ঘ. খাদ্য তৈরি করা ১১. প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? ক. গ্রানা খ. ম্যাট্রিক্স গ. স্ট্রোমা ঘ. সেন্ট্রিওল ১২. সরল টিস্যু কত প্রকার? ক. ৬ খ. ৫ গ. ৪ ঘ. ৩ ১৩. কোষ ঝিল্লি কী দ্বারা গঠিত? ক. প্রোটিন খ. লিপিড গ. লিপিড ও প্রোটিন ঘ. সেলুলোজ ১৪. নিচের কোনটি জীবকোষে আমিষ সংশ্লেষণের সাথে জড়িত? ক. রাইবোসোম খ. গলজি বস্তু গ. লাইসোসোম ঘ. কোষগহ্বর ১৫. প্রাথমিক জাইলেম কত ধরনের? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ১৬. কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন? ক. আল্টম্যান খ. গলজি গ. লিনিয়াস ঘ. বেন্দা ১৭. রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? ক. ১৯৫৬ খ. ১৯৬৫ গ. ১৬৬৫ ঘ. ১৭৬৫ ১৮. কোষের পাওয়ার হাউজের ঝিল্লির স্তর কয়টি? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি ১৯. সাইটোপ্লাজমের বাইরের দিকে শক্ত আবরণকে কী বলে? ক. কোষ ঝিল্লি খ. এক্টোপ্লাজম গ. মাইটোকন্ড্রিয়া ঘ. এন্ডোপ্লাজম ২০. কোন অঙ্গটি নিউক্লিক এসিড মজুদ করে আমিষ সংশ্লেষণ করে? ক. নিউক্লিওলাস খ. নিউক্লিয় ঝিল্লি গ. ক্রোমাটিন জালিকা ঘ. নিউক্লিওপ্লাজম ২১. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা রাখে? ক. প্লাস্টিড খ. গলজিবস্তু গ. কোষ গহ্বর ঘ. লাইসোসোম ২২. সেলুলোজ ও পেকটিন নির্মিত জড় কোষ প্রাচীর কোন টিস্যুর? ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা গ. স্ক্লেরেনকাইমা ঘ. স্ক্লেরাইড ২৩. পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ আবিষ্কার করেন কে? ক. হ্যানস ক্রেবস খ. সালিম আলী গ. আলেকজেন্ডার ফ্লেমিং ঘ. জর্জ বেনথাম ২৪. কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে? ক. নিটাম খ. ঝাউ গ. ঘৃতকুমারী ঘ. দেবদারু ২৫. মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু বিদ্যমান? ক. স্কোয়ামাস খ. কিউবয়ডাল গ. কলামনার ঘ. স্ট্রাটিফাইড ২৬. জীবদেহের টিস্যু ও এর গঠন বিন্যাস নিয়ে আলোচনাকে বলা হয়— ক. শারীরবিদ্যা খ. হিস্টোলজি গ. কোষবিদ্যা ঘ. প্রাণ রসায়ন ২৭. নিচের কোনটি এককোষী জীব? ক. ব্যাকটেরিয়া খ. কেঁচো গ. চিংড়ি ঘ. মানুষ ২৮. কোনটি কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে? ক. নিউক্লিয়াস খ. মাইটোকন্ড্রিয়া গ. প্লাস্টিড ঘ. কোষ গহ্বর ২৯. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা রাখে? ক. প্লাস্টিড খ. গলজিবস্তু গ. কোষ গহ্বর ঘ. লাইসোসোম ৩০. লিউকোপ্লাস্টের বর্ণ কী রকম? ক. সবুজ খ. হলুদ গ. লাল ঘ. বর্ণহীন ৩১. সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌছায় কোন মাধ্যমে? ক. ট্রাকিড খ. ভেসেল গ. সীভনল ঘ. সঙ্গীকোষ ৩২. শুধু প্রাণীকোষেরই বৈশিষ্ট্য— ক. কোয়ান্টোসোম খ. রাইবোসোম গ. অক্সিজোম ঘ. সেন্ট্রোসোম ৩৩. ঘনাকৃতি আবরণী টিস্যু- ক. কোষগুলো লম্বা খ. কোষগুলো একস্তরে সজ্জিত গ. ছাঁকন কাজে লিপ্ত ঘ. পরিশোষণ কাজে লিপ্ত ৩৪. ফাইবার জাতীয় খাদ্য- ক. পানি শোষণ করে খ. জৈব লবণ তৈরি করে গ. শক্তি উৎপাদন করে ঘ. তাপ উৎপাদন কওে ৩৫. কোষগহ্বর সৃষ্টিতে ভূমিকা রাখে- ক. রাইবোসোম খ. গলজিবডি গ. সেন্ট্রিওল ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ৩৬. কোনটি সাইটোপ্লাজমের অংশ নয়? ক. গলজিবস্তু খ. মাইটোকন্ড্রিয়া গ. নিউক্লিওলাস ঘ. কোষগহ্বর ৩৭. কী পরিমাণ গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সিভকোষ ও সিভনল থাকে? ক. গুটি কয়েক খ. সবধরনের গ. অর্ধেক সংখ্যক ঘ. অল্পসংখ্যক ৩৮. ফাইবার কোন ধরনের টিস্যু কোষ? ক. প্যারেনকাইমা খ. ভাজক গ. স্ক্লেরেনকাইমা ঘ. কোলেনকাইমা ৩৯. অত্যন্ত দীর্ঘ কোন কোষটি? ক. ফাইবার খ. প্যারেনকাইমা গ. কোলেনকাইমা ঘ. স্ক্লেরেনকাইমা ৪০. সেন্ট্রিওল থাকে কোন কোষে? ক. অণুজীবে খ. উদ্ভিদে গ. প্রাণীতে ঘ. আদি কোষে ৪১. সেন্ট্রিওলে কয়টি মাইট্রোটিবিউলস আছে? ক. ২৭ খ. ৯ গ. ২ ঘ. ৩ ৪২. কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়? ক. ১৮৯৮ খ. ১৭৯৮ গ. ১৮৮৯ ঘ. ১৭৮৯ ৪৩. প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোফিল থাকলে তাকে কী বলে? ক. ক্লোরেনকাইমা খ. মেসোফিল গ. অ্যারেনকাইমা ঘ. কোলেনকাইমা ৪৪. নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হলো- i. নিউক্লিওলাস উপস্থিত ii. বংশগতির বৈশিষ্ট্য নিহিত iii. আবরণী লিপিড ও প্রোটিনের তৈরি নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৪৫. লোহিত রক্ত কণিকা- i. লৌহ জাতীয় যৌগ দ্বারা গঠিত ii. আত্মরক্ষায় অংশগ্রহণ করে iii. অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও : বিশেষ দ্রষ্টব্য: চিত্রভিত্তিক উদ্দীপকটি উত্তরমালায় দেখানো হয়েছে। ৪৬. উদ্দীপকের টিস্যুর বৈশিষ্ট্য হলো- ক. গাছের সব অংশে পাওয়া যায় খ. কোষের প্রান্তগুলো চতুর্ভুজাকার গ. কোষগুলোর প্রাচীর শক্ত ঘ. কোষগুলো মৃত ৪৭. উদ্দীপকের টিস্যুটি একটি উদ্ভিদে- i. খাদ্য সঞ্চয় করে ii. যান্ত্রিক কাজে সহায়তা করে iii. পরিবহনে অংশ নেয় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii MCQ উত্তরমালা
1 month ago Topic Created By: 0 comment of topic Ttttttttttyt
16 Views
Report
 Topic Tags
Ttttttttttyt, Java Games, Hhhh, Rk Rocky Forum, Best Tips & Trick.
 Related Topics
» 4444
 Comments
 No Comment
Login or signup to comment this topic.
online: 0 | Hits: 7653x