সঠিক উত্তর: (ক)
৮। প্লাস্টিডের প্রধান কাজ হলো-
i. খাদ্য প্রস্তুত করা ii. খাদ্র সঞ্চয় করা iii. উদ্ভিদদেহকে বর্ণময় করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯। স্থায়ী টিস্যুর সঠিক?
i. কোষপ্রাচীর অপেক্ষাকৃত পুরু থাকে ii. কোষে কোষ গহবর থাকে না iii. কোষের সাইটোপ্লাজম ঘন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০। স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষ শক্ত, লম্বা ও পুরু প্রাচীর যুক্ত ii. কোষ প্রোটোপ্লাজমহীন ও লিগিনিনযুক্ত iii. আন্তঃকোষীয় ব্যবধান বর্তমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
তথ্যটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত দানাদার কণা, যেখানে প্রোটিন সংশ্লেষণ ঘটে।
১। কণাটির নাম কী?
(ক) রাইবোসোম (খ) গলজিবস্তু (গ) সিস্টারনি (ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (ক)
২। কণাটির প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে-
i. DNA ii. RNA iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
1 month ago Topic Created By: 0 comment of topic Rk4Rk4, Wapkiz Theme, Rk, Rk Rocky Forum, Best Tips & Trick.
Login or signup to comment this topic.