google-site-verification=ggpcL3CKimtXVdlcc5m-_oZG5WFdk-mBSmcvl_kCRcA
Rk Rocky Forum
Rrrrrr
কোন বিজ্ঞানী জীবজগতকে দুটি রাজ্যে ভাগ করেন?
ক. কেভলিয়ার স্মিথ
খ. আর এইচ হুইটেকার
গ. ক্যারোলাস লিনিয়াস
ঘ. অ্যারিস্টটল
২. Nymphea Nouchali নিচের কোনটির বৈজ্ঞানিক নাম?
ক. শাপলা
খ. জবা
গ. আম
ঘ. কাঁঠাল
৩. ফলিত বিজ্ঞানের শাখা কোনটি?
ক. পরজীবীবিজ্ঞান
খ. জীবভূগোল
গ. হিস্টোলজি
ঘ. অঙ্গসংস্থান
৪. জীববিজ্ঞানের কোন শাখায় জীবদেহে হরমোন বিষয়ক জ্ঞান আলোচিত হয়?
ক. জেনেটিক্স
খ. হিস্টোলজি
গ. এন্ডোক্রাইনোলজি
ঘ. এনটোমোলজি
৫. ‘Bios’ শব্দের অর্থ কী?
ক. জ্ঞান
খ. পরিধি
গ. জীবন
ঘ. সংখ্যা
৬. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
ক. জীববিজ্ঞান
খ. কৃষিবিজ্ঞান
গ. বনবিজ্ঞান
ঘ. সমুদ্রবিজ্ঞান
৭. কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি?
ক. শৈবাল
খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া
ঘ. সবকয়টির
৮. কোনটি মস বর্গীয় উদ্ভিদ?
ক. Mucor
খ. Pinus
গ. Agaricus
ঘ. bryum
৯. কোন পর্বের প্রাণির দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত?
ক. Protozoa
খ. Porifera
গ. Coelenterata
ঘ. Chordata
১০. কীটপতঙ্গে নিয়ে আলোচনা হয় কোন শাখায়?
ক. Zoology
খ. Entomology
গ. Microbiology
ঘ. Parasitology
১১. উদ্ভিদ শ্রেণিবিন্যাসে বর্গ এর পরের ধাপটি হলো-
ক. গণ
খ. প্রজাতি
গ. বিভাগ
ঘ. গোত্র
১৩. ভৌত জীব বিজ্ঞানের আলোচ্য বিষয় কী?
ক. তত্ত্বীয়
খ. ফলিত
গ. কীটতত্ত্ব
ঘ. জিনতত্ত্ব
১২. সমুদ্র সম্পর্কিত শাখা কোনটি?
ক. Sea science
খ. Oceanography
গ. Oceanology
ঘ. Seaology
১৪. জীব বিজ্ঞানের কোন শাখায় পরিসংখ্যান আলোচিত হয়?
ক. Biophysics
খ. Biostatistics
গ. Soil science
ঘ. Genetics
১৫. জীব বিজ্ঞানের কোন শাখায় পৃথিবীতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়?
ক. ভ্ৰূণবিদ্যা
খ. শারীর বিদ্যা
গ. বংশগতিবিদ্যা
ঘ. বিবর্তন বিদ্যা
১৬. জীববিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয় টিস্যু?
ক. সাইটোলজি
খ. হিস্টোলজি
গ. এমব্রায়োলজি
ঘ. এন্ডোক্রাইনোলজি
১৭. তেলাপোকার বৈজ্ঞানিক নাম কোনটি?
ক. Corchorus capsularis
খ. Periplaneta americana
গ. Copsychus saularis
ঘ. Mangifera indica
১৮. বহুকোষী শৈবাল কোন জগতের অন্তর্গত?
ক. মনেরা
খ. অ্যানিমেলিয়া
গ. ফানজাই
ঘ. প্লানটি
১৯. দ্বিপদ নামের প্রথম অংশকে কী বলে?
ক. গণ
খ. প্রজাতি
গ. উপ-প্রজাতি
ঘ. বর
২০. জীবের পূর্ণ শ্রেণিবিন্যাসের ভিত্তি স্থাপন করেন কে?
ক. জর্জ বেনথাম
খ. ক্যারোলাস লিনিয়াস
গ. ওয়াটসন
ঘ. অ্যারিস্টটল
২১. প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম কোন শাখার আলোচ্য বিষয়?
ক. Palaentology
খ. Soil Science
গ. Botany
ঘ. Zoology
২২. কোনটি বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান?
ক. Wild life
খ. Soil science
গ. Agriculture
ঘ. Morphology
২৩. দ্বিপদ নামকরণের ভাষা কোনটি?
ক. ইংরেজি
খ. স্প্যানিশ
গ. গ্রিস
ঘ. ল্যাটিন
২৪. জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?
ক. কীটতত্ত্বে
খ. প্রত্নতত্ত্ববিদ্যায়
গ. সমুদ্রবিজ্ঞানে
ঘ. প্রাণিভূগোল
২৫. ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
ক. Plasmodium vivax
খ. Vibrio cholerae
গ. Apis indica
ঘ. Copsychus saularis
২৬. কত সালে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তিত হয়?
ক. ১৬৫৮
খ. ১৭৫৮
গ. ১৭৬৮
ঘ. ১৭০৫
২৭. জীব জগতের প্রোটিস্টাকে ২ ভাগ করেন কোন বিজ্ঞানী?
ক. রবার্ট হুক
খ. টমাস কেলভিন
গ. ব্ল্যাক ম্যান
ঘ. হুইটটেশার
২৮. নিচের কোন রাজ্যের জীবেরা সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ?
ক. ফানজাই
খ. অ্যানিমেলিয়া
গ. প্লানটি
ঘ. প্রোটিস্টা
২৯. কোন নিয়মানুসারে প্রাণীর নামকরণ করা হয়?
ক. ICZN
খ. ICBN
গ. IUPAC
ঘ. IBZN
৩০. শ্রেণিবিন্যাসের ধাপগুলোর ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি?
ক. পর্ব → বর্গ → শ্রেণি → গোত্র
খ. বর্গ → শ্রেণি → পর্ব → গোত্ৰ
গ. পর্ব → শ্রেণি → বর্গ → গোত্র
ঘ. শ্রেণি → পর্ব → বর্গ → গোত্ৰ
৩১. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয়-
i. প্রোটিন
ii. লিপিড
iii. কাইটিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. শ্রেণিবিন্যাসের মাধ্যমে এ বৈচিত্র্যময় জীবজগতকে জানা যায়-
i. সহজভাবে
ii. অল্প পরিশ্রমে
iii. অল্প সময়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৩. আরশোলার বৈজ্ঞানিক নাম কী?
ক. Copsychus saularis
খ. Plasmodium vivax
গ. Apis indica
ঘ. Periplaneta americana
৩৪. কাইটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটির?
ক. অ্যামিবা
খ. ডায়াটম
গ. পেনিসিলিয়াম
ঘ. প্যারামেসিয়াম
৩৫. জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
ক. ইকোলজি
খ. হিস্টোলজি
গ. এন্টোমোলজি
ঘ. ইভোলিউশন
৩৬. কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত?
ক. ঈস্ট
খ. ডায়াটম
গ. ব্যাকটেরিয়া
ঘ. প্যারামেসিয়াম
৩৭. কোনটি সুপার কিংডম?
ক. মনেরা
খ. প্রোটিস্টা
গ. প্রোক্যারিওটা
ঘ. প্লানটি
৩৮. জীববিজ্ঞানের জনক কে?
ক. ডারউইন
খ. অ্যারিস্টটল
গ. কেলভিন
ঘ. মেন্ডেল
৩৯. ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
ক. বিবর্তন বিদ্যা
খ. বংশগতি বিদ্যা
গ. বন্যপ্রাণি বিদ্যা
ঘ. শারীর বিদ্যা
MCQ উত্তরমালা
1 month ago Topic Created By: 0 comment of topic Rrrrrr Topic Tags
Rrrrrr, Photo, Ffffff, Rk Rocky Forum, Best Tips & Trick.
Related Topics
Comments
No Comment Login or signup to comment this topic.

online:
0 | Hits:
7653x