BDKing Wap - Get Free Apps, Games, Audios, Videos, Codes, Themes, Wallpapers, And More. google-site-verification=ggpcL3CKimtXVdlcc5m-_oZG5WFdk-mBSmcvl_kCRcA
Home
Login
Signup
Forum
Users
Rk Rocky Forum
Ttt
১. জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখার নাম কী? ক. শ্রেণিবিন্যাস বিদ্যা খ. শারীর বিদ্যা গ. বংশগত বিদ্যা ঘ. পরজীবী বিদ্যা ২. নিচের কোনটি জীবপরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান? ক. Agriculture খ. Biostatistics গ. Fisheries ঘ. Soil Science ৩. কোন রাজ্যের জীবদের উনড়বত টিস্যুতন্ত্র বিদ্যমান? ক. প্লানটি খ. অ্যানমেলিয়া গ. ফান জাই ঘ. মনেরা ৪. ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে? ক. Parasitology খ. Entomology গ. Microbiology ঘ. Palaeontology ৫. চিকিৎসা সম্পর্কিত শাখা কোনটি? ক. Medical science খ. Biochemistry গ. Pathology ঘ. Parasiology ৬. জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? ক. এন্টোমোলাজি খ. ইকোলজি গ. এন্ডোক্রাইনোলজি ঘ. মাইক্রোবায়োলজি ৭. ক্যারোলাস লিনিয়াস কিসের অধ্যাপক ছিলেন? ক. ফার্মেসী খ. জিন প্রযুক্তি গ. এনাটমী ঘ. ফিজিওলজি ৮. লিনিয়াস জীব নমুনার বৈশিষ্ট্যের উপর জীবজগতকে কয়টি ভাগে বিভক্ত করেন? ক. ২টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৬টি ৯. দ্বিপদ নামকরণের ভাষা কোনটি? ক. ইংরেজি খ. স্প্যানিস গ. গ্রিক ঘ. ল্যাটিন ১০. ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ক. ফানজাই খ. ইউক্যারিওটা গ. মনেরা ঘ. প্লান্টি ১১. রাজ্য অ্যানিমেলিয়ার কোষে কোনটি উপস্থিত? ক. জড় কোষ প্রাচীর খ. প্লাস্টিড গ. মাইটোকন্ড্রিয়া ঘ. বড় কোষ গহ্বর ১২. কোনটি এককোষী প্রোক্যারিওটিক জীব? ক. Protista খ. Plantae গ. Monera ঘ. Animalia ১৩. “মনেরা” রাজ্যভুক্ত জীব কোনটি? ক. নীলাভ সবুজ শৈবাল খ. শৈবাল গ. ছত্রাক ঘ. উদ্ভিদ ১৪. কোনটি Protista এর উদাহরণ? ক. মাশরুম খ. নীলাভ সবুজ শৈবাল গ. ডায়াটম ঘ. উন্নত সবুজ শৈবাল ১৫. কোনটি আর্কিগোনিয়েট ও পুষ্পক উদ্ভিদ? ক. পেনিসিলিয়াম খ. মাশরুম গ. স্পাইরোগাইরা ঘ. ব্যাকটেরিয়া ১৬. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি? ক. জগৎ খ. শ্রেণি গ. প্রজাতি ঘ. গণ ১৭. কোন নিয়মানুসারে প্রাণীর নামকরণ করা হয়? ক. ICZN খ. ICBN গ. IUPAC ঘ. IBZN ১৮. কোনটি সিংহের বৈজ্ঞানিক নাম? ক. Panthera leo খ. Panthera tigris গ. Plasmodium vivax ঘ. Periplaneta americana ১৯. কাঁঠালের বৈজ্ঞানিক নাম কী? ক. Mangifera indica খ. Musa sapientum গ. Artocarpus heterophyllus ঘ. Oryza sativa ২০. কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম কী? ক. Tenualosa ilisha খ. Apis indica গ. Panthera tigris ঘ. Duttaphrynus melanostictus ২১. নিউক্লিয়াস অনুপস্থিত রয়েছে- i. নিলাভ সবুজ শৈবালে ii. বহুকোষী শৈবালে iii. ব্যাকটেরিয়ায় নিচের কোনটি সঠিক? ক. i I ii খ. i I iii গ. ii I iii ঘ. i, ii I iii ২২. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো i. জীবের উপদল সম্পর্কে জানা ii. জীবের এককের নামকরণ করতে পারা iii. বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা নিচের কোনটি সঠিক? ক. i I ii খ. i ও iii গ. ii I iii ঘ. i, ii ও iii ২৩. জীবের বৈজ্ঞানিক নামে i. দুটি পদ থাকে ii. প্রম অংশটি প্রজাতির নাম iii. দ্বিতীয় অংশের সব অক্ষর Small letter হয় নিচের কোনটি সঠিক? ক. i I ii খ. i ও iii গ. ii I iii ঘ. i, ii ও iii ২৪. ফানজাই রাজ্যের জীবদের বৈশিষ্ট্য হলো- i. অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী ii. দেহ এককোষী বা মাইসেলিয়াম গঠিত iii. নিউক্লিয়াস আদি নিচের কোনটি সঠিক? ক. i I ii খ. i ও iii গ. ii I iii ঘ. i, ii ও iii নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও: Eukaryota সুপার কিংডমভুক্ত এক ধরনের জীবদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে। কোষে সকল ধরনের অঙ্গসহ DNA, RNA ও প্রোটিন থাকে। ২৫. উক্ত জীবগুলো কোন জগতভুক্ত? ক. মনেরা খ. প্রোটিস্টা গ. ফানজাই ঘ. প্লানটি ২৮. উক্ত এ জগতভুক্ত জীবদের বৈশিষ্ট্য হলো- i. খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক ii. যৌন ও অযৌন জনন ঘটে iii. ভ্রুণ গঠিত হয় নিচের কোনটি সঠিক? ক. i I ii খ. i ও iii গ. ii I iii ঘ. i, ii ও iii
1 month ago Topic Created By: 1 comment of topic Ttt
16 Views
Report
 Topic Tags
Ttt, Photo, Ttt, Rk Rocky Forum, Best Tips & Trick.
 Related Topics
» 4444
 Comments

ria.2jul1
1 month ago
Login or signup to comment this topic.
online: 0 | Hits: 7653x