BDKing Wap - Get Free Apps, Games, Audios, Videos, Codes, Themes, Wallpapers, And More. google-site-verification=ggpcL3CKimtXVdlcc5m-_oZG5WFdk-mBSmcvl_kCRcA
Home
Login
Signup
Forum
Users
Rk Rocky Forum
post by jamila
Home Syllabus Text Video CQ MCQ More এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) অধ্যায় - ১: জীবন পাঠ (ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন (simple MCQ) : ১। অ্যারিস্টটল ছিলেন? (ক) দার্শনিক (খ) চিকিৎসক (গ) শিক্ষক (ঘ) সাহিত্যিক সঠিক উত্তর: (ক) ২। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কী বলে? (ক) Agriculture (খ) Soil science (গ) Embryology (ঘ) Ecology সঠিক উত্তর: (ঘ) ৩। পৃথিবীর প্রথম জীবের আগমনের পূর্বে কোন বিজ্ঞানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল? (ক) উদ্ভিদবিজ্ঞান (খ) প্রাণিবিজ্ঞান (গ) প্রকৃতি বিজ্ঞান (ঘ) জীববিজ্ঞান সঠিক উত্তর: (ঘ) ৪। কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের জীব? (ক) মনেরা (খ) প্রোটিস্টা (গ) ফাইজাই (ঘ) প্লানটি সঠিক উত্তর: (ক) ৫। জীববিজ্ঞানের জনক কে? (ক) লিনিয়াস (খ) অ্যারিস্টটল (গ) থিওফ্রাসটাস (ঘ) ডাল্টন হুকার সঠিক উত্তর: (খ) ৬। Whittaker Five kingdom-এর প্রস্তাব করেন কত সালে? (ক) ১৯৮৫ সালে (খ) ১৯৭৫ সালে (গ) ১৯০৩ সালে (ঘ) ১৯৬৯ সালে সঠিক উত্তর: (ঘ) ৭। অ্যারিস্টটল খ্রীষ্টপূর্ব কত সালে জন্ম গ্রহণ করেন? (ক) ৩৮১ (খ) ৩৮২ (গ) ৩৮৩ (ঘ) ৩৮৪ সঠিক উত্তর: (ঘ) ৮। কোনটি এককোষী প্রোক্যারিওটিক জীব? (ক) Protista (খ) Plantae (গ) Monera (ঘ) Animalia সঠিক উত্তর: (গ) ৯। শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি? (ক) গণ (খ) গোত্র (গ) উপ-প্রজাতি, গণ, গোত্র (ঘ) প্রজাতি সঠিক উত্তর: (ঘ) ১০। বনসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি? (ক) ফিশারিজ (খ) মৃত্তিকা বিজ্ঞান (গ) ফরেস্ট্রি (ঘ) বায়োকেমিস্ট্রি সঠিক উত্তর: (গ) ১১। Nymphea nouchali কোন পরিবেশে জন্মায়? (ক) স্থলজ পরিবেশে (খ) জলজ পরিবেশে (গ) মরুজ পরিবেশে (ঘ) লবণাক্ত জলজ পরিবেশে সঠিক উত্তর: (খ) ১২। টমাস কেভলিয়ার কত সালে প্রোটিস্টা জগতকে ভাগ করেন? (ক) ২০০১ (খ) ২০০২ (গ) ২০০৩ (ঘ) ২০০৪ সঠিক উত্তর: (ঘ) ১৩। অ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? (ক) বহুকোষী (খ) হেটাট্রাফিক (গ) প্লাস্টিডহীন (ঘ) ভ্রূণস্তর সৃস্টি সঠিক উত্তর: (গ) ১৪। জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালি, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়? (ক) Physiology (খ) Chemistry (গ) Biochemistry (ঘ) Biotechnology সঠিক উত্তর: (গ) ১৫। বহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি? (ক) খাদ্য গলাধঃকরণ করে (খ) এককোষী জীব (গ) এরা উদ্ভিদ বা প্রাণী নয় (ঘ) নিজে খাদ্য তৈরি করতে পারে সঠিক উত্তর: (ঘ) ১৬। তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়? (ক) ভৌত জীববিজ্ঞান (খ) ফলিত জীববিজ্ঞান (গ) উদ্ভিদবিজ্ঞান (ঘ) প্রাণিবিজ্ঞান সঠিক উত্তর: (ক) ১৭। কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়? (ক) Morphology (খ) Anatolmy (গ) Histology (ঘ) Cytology সঠিক উত্তর: (ঘ) ১৮। কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন? (ক) ৬ (খ) ৫ (গ) ৪ (ঘ) ৩ সঠিক উত্তর: (ক) ১৯। কোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়? (ক) ভৌত বিজ্ঞানে ও জড়বিজ্ঞানে (খ) পরিবেশ বিজ্ঞানে (গ) জীববিজ্ঞানে ও জড়বিজ্ঞানে (ঘ) কৃষি বিজ্ঞানে ও ভৌত বিজ্ঞানে সঠিক উত্তর: (ক) ২০। টমাস কেভলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন? (ক) অক্সফোর্ড (খ) স্টামফোর্ড (গ) নিউইয়র্ক (ঘ) ক্যালিফর্নিয়া সঠিক উত্তর: (ক) ২১। দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি কী? (ক) প্রজাতি (খ) গণ (গ) রাজ্য (ঘ) শ্রেণি সঠিক উত্তর: (ক) ২২। প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? (ক) জীববিজ্ঞান (খ) কৃষিবিজ্ঞান (গ) উদ্যানবিজ্ঞান (ঘ) উদ্ভিদবিজ্ঞান সঠিক উত্তর: (ক) ২৩। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী? (ক) Plasmodium vivax (খ) Vibrio cholerae (গ) Apis indica (ঘ) Copsychus saularis সঠিক উত্তর: (ক) ২৪। ক্যারোলাস কোন দেশের অধিবাসী ছিলেন? (ক) সুইডেন (খ) স্পেন (গ) গ্রিক (ঘ) ইংল্যান্ড সঠিক উত্তর: (ক) ২৫। “শোষণ” পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোন রাজ্যভুক্ত জীবেরা? (ক) মনেরা (খ) প্রোটিস্টা (গ) ফানজাই (ঘ) প্লানটি সঠিক উত্তর: (ক) ২৬। ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে? (ক) শ্বেতসার ও আমিষ (খ) আমিষ ও স্নেহ পদার্থ (গ) স্নেহ পদার্থ (ঘ) ভিটামিন ও খনিজ পদার্থ সঠিক উত্তর: (ঘ) ২৭। জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা নিচের কোনটি? (ক) জীবপরিসংখ্যান বিদ্যান (খ) অঙ্গসংস্থান বিদ্যা (গ) শারীরবিদ্যা (ঘ) শ্রেণিবিন্যাস বিদ্যা সঠিক উত্তর: (ঘ) ২৮। জীব পরিসংখ্যান বিষয়ক শাখা কোনটি? (ক) Biostatistics (খ) Statistics (গ) Soil science (ঘ) Botany সঠিক উত্তর: (ক) ২৯। জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি? (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি সঠিক উত্তর: (ক) ৩০। জড় পদার্থের গুণাগুণ কোন শাখায় পর্যালোচনা করা হয়? (ক) প্রাণিবিজ্ঞান (খ) উদ্ভিদবিজ্ঞান (গ) চিকিৎসাবিজ্ঞান (ঘ) পদার্থবিজ্ঞান ও রসায়ন সঠিক উত্তর: (ঘ) ৩১। হুইটটেকার কত সালে ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন? (ক) ১৯৬৬ (খ) ১৯৬৭ (গ) ১৯৬৮ (ঘ) ১৯৬৯ সঠিক উত্তর: (ঘ) ৩২। কোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা? (ক) অণুজীববিজ্ঞান (খ) জীববিজ্ঞান (গ) মৎসবিজ্ঞান (ঘ) মৃত্তিকাবিজ্ঞান সঠিক উত্তর: (খ) ৩৩। পেশিতে O2, পুষ্টি ও শক্তি যোগায় কোনটি? (ক) পরিপাকতন্ত্র (খ) পৌষ্টিকতন্ত্র (গ) শ্বসনতন্ত্র (ঘ) রক্ত সংবহনতন্ত্র সঠিক উত্তর: (ঘ) ৩৪। পৃথিবীর প্রথম জীবের আগমনের পূর্বে কোন বিজ্ঞানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল? (ক) উদ্ভিদবিজ্ঞান (খ) প্রাণিবিজ্ঞান (গ) প্রকৃতি বিজ্ঞান (ঘ) জীববিজ্ঞান সঠিক উত্তর: (ঘ) ৩৫। মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? (ক) লিপিড (খ) লিগনিন (গ) কাইটিন (ঘ) সুবেরিন সঠিক উত্তর: (গ) ৩৬। শ্রেণিবিন্যাসের লক্ষ্য মূলত কয়টি? (ক) একটি (খ) দুটি (গ) চারটি (ঘ) পাঁচটি সঠিক উত্তর: (ক) ৩৭। বিরূপ পরিবেশে জীবের অস্তিত্ব রক্ষায় কোনটির ভূমিকা অপরিসীম? (ক) চিকিৎসাবিজ্ঞান (খ) কৃষিবিজ্ঞান (গ) মৃত্তিকা বিজ্ঞান (ঘ) জীববিজ্ঞান সঠিক উত্তর: (ঘ) ৩৮। দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে? (ক) মনেরা (খ) প্রোটিস্টা (গ) ফানজাই (ঘ) অ্যানিমেলিয়া সঠিক উত্তর: (ঘ) ৩৯। এন্ডোক্রাইলোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়? (ক) এনজাইম (খ) হরমোন (গ) যকৃত (ঘ) কোষ সঠিক উত্তর: (খ) ৪০। অ্যারিস্টটল ছিলেন? (ক) দার্শনিক (খ) চিকিৎসক (গ) শিক্ষক (ঘ) সাহিত্যিক সঠিক উত্তর: (ক) ৪১। ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে আনুমানিক সংখ্যা কত দাঁড়াবে? (ক) প্রায় এক কোটি (খ) প্রায় দেড় কোটি (গ) প্রায় দুই কোটি (ঘ) প্রায় আড়াই কোটি সঠিক উত্তর: (ক) ৪২। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কী বলে? (ক) Agriculture (খ) Soil science (গ) Embryology (ঘ) Ecology সঠিক উত্তর: (ঘ) (খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন (multiple completion question) ১। রক্ত সংবহনতন্ত্র পেশিতে রক্তের মাধ্যমে জোগান দেয়- i. অক্সিজেন ii. পুষ্টি iii. খাদ্য নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ক) ২। ক্যারোলাস লিনিয়াস তার Systema Naturac নামক গ্রন্থে- i. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন ii. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন iii. জীবজগতকে ৫টি রাজ্যে ভাগ করেন নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ঘ) ৩। এদের বৈশিষ্ট্য হলো- i. ক্লোরোপ্লাস্ট বর্তমান ii. কোষ বিভাজন মিয়োসিস iii. খাদ্য গ্রহণ শোষণ নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (খ) ৪। ফানজাই রাজ্যের জীবগুলো- i. মৃতজীজী ও পরজীবী ii. কাইটিন বস্তু দিয়ে গঠিত কোষপ্রাচীরবিশিষ্ট iii. সালোকসংশ্লেষণে সক্ষম নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ক) ৫। Monera কিংডমের রিকম্বিনেশন- i. একমুখী ii. দ্বিমুখী iii. ভাইরাস নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (গ) ৬। মনেরা রাজ্যের জীবদের কোষে অনুপস্থিত- i. রাইবোসোম, ক্রোমাটিন বস্তু ii. প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া iii. এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিওলাস নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (খ) ৭। প্লাস্টিডবিহীন জীব- i. প্রথম নমুনা ii. দ্বিতীয় নমুনা iii. চতুর্থ নমুনা নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ঘ) ৮। জীববিজ্ঞানের ভৌত শাখা হলো- i. কীটতত্ত্ব ii. কোষবিদ্যা iii. শারীরবিদ্যা নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) iii (ঘ) ii ও iii সঠিক উত্তর: (ঘ) ৯। Applied Biology এর অন্য নাম- i. মৌলিক জীববিজ্ঞান ii. ভৌত জীববিজ্ঞান iii. ফলিত জীববিজ্ঞান নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (গ) ১০। এককোষী প্রাণীরা বেঁচে থাকার জন্য ব্যবহার করে- i. অক্সিজেন ii. পুষ্টি iii. শক্তি নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ঘ) (গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন (situation set): নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনেই আজ নয়ন ৪টি ক্লাস করল। ১ম ক্লাসটি ছিল বিবর্তন বিদ্যার ওপর। পরবর্তীগুলো ছিল যথাক্রমে অণুজীববিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান ও জীবপ্রযুক্তির ওপর। ১। নয়ন ভৌত বিজ্ঞান সম্মন্ধে জানতে পেরেছিল কোন ক্লাসটি থেকে? (ক) ১ম (খ) ২য় (গ) ৩য় (ঘ) ৪র্থ সঠিক উত্তর: (ক) ২। জীববিজ্ঞানের প্রয়োগিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলো নয়নের- i. ১ম ক্লাসের বিষয় ii. ২য় ক্লাসের বিষয় iii. ৩য় ক্লাসের বিষয় নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (খ)
1 month ago Topic Created By: 0 comment of topic post by jamila
11 Views
Report
 Topic Tags
post by jamila, Java Apps, , Rk Rocky Forum, Best Tips & Trick.
 Related Topics
» 4444
 Comments
 No Comment
Login or signup to comment this topic.
online: 0 | Hits: 7653x